গত আগস্ট মাসে বাবা-মা হয়েছেন ‘হর গৌরী পাইস হোটেল’ খ্যাত রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। আপাতত ছোট্ট রাজকন্যাকে নিয়েই সময় কেটে যাচ্ছে তাঁদের। খুব সম্প্রতি ছোট্ট আইরা ৭ মাসে পা দিয়েছে, বাড়িতে ধুমধাম করে হয়েছে মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান। সযত্নে মেয়েকে আদর করতে দেখা যায় রাহুলকে। মেয়ে যে একেবারে নয়নের মণি, তা বেশ বোঝাই যায় রাহুলকে দেখে। কিন্তু আচমকা বাবার থেকে মুখ ঘুরিয়ে নিল আইরা, কী এমন হল হঠাৎ?
খুব সম্প্রতি মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে হলুদ পাজামা পাঞ্জাবিতে সেজেছিলেন রাহুল। প্রীতি পরেছিলেন একটি হলুদ শাড়ি এবং লাল ব্লাউজ। ছোট্ট আইরাকে সাজানো হয়েছিল গোলাপি রঙের বেনারসি পার বসানো একটি হলুদ রঙের ফ্রকে। মেয়ের মাথায় টোপর পরিয়ে দিতে দেখা যায় রাহুলকে। ছবি দেখে বোঝাই যায়, মেয়েকে নিয়ে সবসময় ভীষণ ব্যস্ত হয়ে থাকেন রাহুল।
আরও পড়ুন: ১২ বছর পর স্কুলের ক্লাসরুমে দেবলীনা, ছোটবেলার স্মৃতি উস্কে কী বললেন তিনি?
আরও পড়ুন: 'আপনার সেলিব্রেটি মনোভাব...', বাড়িতে মেয়ের সঙ্গে ঠিক কেমন আচরণ করেন অভিষেক?
তবে এবার ছোট্ট আইরা বাবার ওপর করল অভিমান। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট হতেই রীতিমতো অবাক হয়ে যান সকলেই। এখনও এক বছর হয়নি, তাতেই কি অভিমান। সব বুঝতে শিখে গেছে একরত্তি মেয়েটি। প্রীতি বিশ্বাসের পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাবা বারবার ডাকলেও মুখ ঘুরিয়ে নিচ্ছে আইরা।
ব্যাপারটা কী? ব্যাপারটা আর কিছুই নয়। বাপ মেয়ের মধ্যে এমন খুনসুটি নাকি চলতেই থাকে। ভিডিয়ো চলাকালীন চারপাশের মানুষের কথাই বোঝা গেল, এটাই নাকি তাদের খেলা। এমন ভাবেই নাকি সব সময় বাবার সঙ্গে দুষ্টুমিতে মেতে ওঠে ছোট্ট আইরা। বাবাও যে বেশ ভালই মজা পায়, সেটাও বোঝা গেল ভিডিয়ো দেখে।
আরও পড়ুন: নগ্নতা নয়, বরং স্বামীর আদুরে ভালোবাসা গায়ে মেখে ম্যাটারনিটি শ্যুট আথিয়ার
আরও পড়ুন: ফের অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ! তবে কি সত্যিই অবসর নিয়ে মুম্বই ছাড়ছেন বিগ বি?
প্রসঙ্গত, ছোট্ট রাজকন্যাকে ঘরের লক্ষী মানেন এই তারকা জুটি। অন্নপ্রাশনের দিন দুধ, জল আর ফুল দিয়ে স্নান করানো হয় তাকে। রীতিনীতি মেনে হয় গায়ে হলুদ পর্ব। প্রথমে ঘ্যানঘ্যান করলেও পরে গোটা অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে আইরাকে।