১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে সারা জীবনের জন্য এক হয়ে গেলেন অভিনেতা প্রতীক বব্বর এবং অভিনেত্রী প্রিয়া বন্দোপাধ্যায়। প্রতীকের বিয়েতে সকলে উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না প্রতীকের পরিবারের কেউ। উপস্থিত ছিলেন না রাজ বব্বর। সোশ্যাল মিডিয়া জুড়ে যখন এই বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা নববধূ প্রিয়া বন্দ্যোপাধ্যায়।
বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়া বলেন, ‘আমাদের বিয়েটা ঠিক স্বপ্নের মতো হয়েছে। আমরা যেমন কল্পনা করেছিলাম, ঠিক সেই ভাবেই আমরা বিয়ে করেছি। আমাদের বিয়েতে খুব বিশেষ এবং ভালোবাসার মানুষেরা উপস্থিত ছিলেন। তবে এই বিয়েটা অন্য একটি কারণে স্পেশাল ছিল।’
আরও পড়ুন: বড় ঝড় কাটিয়ে ছোট ছেলে জেহের জন্মদিনের উদযাপনে মাতলেন সইফ-করিনা! জানেন কী থিম ছিল?
প্রিয়া বলেন, ‘বিয়ে হয় প্রতীকের মায়ের বাড়িতে। রক ক্লিফে আমাদের বিয়ে হয়, যেটি প্রতীকের মা কিনেছিলেন প্রতীকের জন্য। আর তিনি আমাদের সঙ্গে নেই ঠিকই কিন্তু তাঁর ইচ্ছে এইভাবেই পূরণ হল। আমাদের বিশ্বাস, তিনি থাকলে ভীষণ আনন্দ পেতেন। এটি তাঁর দেওয়া সব থেকে বড় উপহার তাই এই বাড়িতেই আমরা বিয়ে করব ভেবেছিলাম।’
বিয়ে নিয়ে আগে কোনও ঘোষণা করেননি প্রতীক এবং প্রিয়া। হঠাৎ করে বিয়ে করার প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘সত্যি বলতে আমরা দীর্ঘ সময় ধরে একসঙ্গে ছিলাম, তাই বিয়ে নিয়ে নতুনত্ব কোনও অনুভূতি ছিল না। প্রায় পাঁচ বছর হয়ে গেল আমরা একই ছাদের তলায় থাকি। বহুদিন ধরে আমরা একে অপরকে চিনি, তাই বিয়েটা আমাদের কাছে শুধুই একটি নিয়ম ছিল।’
১৪ ফেব্রুয়ারি বিয়ের দিন বেছে নেওয়ার কারণ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘যেহেতু ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তাই ভালোবাসার এই দিনেই আমরা একে অপরকে চিরকালের জন্য নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, পরিবারের খুব নিকট আত্মীয় এবং ভালোবাসার মানুষদের উপস্থিতিতেই আমরা বিয়ে করব। প্রেম দিবসে এর থেকে ভালো উপহার আর কী হতে পারে?’
বিয়েতে রাজ বব্বরের অনুপস্থিতি প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘দুই পরিবারের কাছের মানুষের আপনার থেকে উপস্থিত ছিলেন। আমি জানি না এই গুজব কে ছড়িয়েছে, তবে পরিবারের সকলে উপস্থিত ছিল এইটুকু আমরা জানি। কেউ অনুপস্থিত ছিলেন না। সব থেকে বড় কথা প্রতীকের মায়ের বাড়িতে বিয়ে হয়েছে, তাই ওর পরিবারের কারোর অনুপস্থিতি হওয়ার কোনও কারণ নেই।’
আরও পড়ুন: সদ্য আবিষ্কৃত নয়া প্রজাতির ব্যাঙের নামকরণ লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে! কিন্তু কেন?
আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর সঙ্গীতে ছিল জাঁকজমকপূর্ণ চাঁদের হাট! কেমন ছিল 'সইফিনা'র অনুষ্ঠান? এতদিন পর ফাঁস DJ আকিলের
বিয়ের দিন যেখানে অন্য তারকারা কোটি কোটি অর্থ খরচ করেন সেখানে খুব সাধারণভাবে বিয়ে করলেন এই তারকা জুটি। ছিমছম বিয়ে প্রসঙ্গে প্রিয়া বলেন, ‘বিয়ে নিয়ে আমরা বিশেষ কিছু চিন্তা করিনি। আমরা চেয়েছিলাম শুধু সকলের আশীর্বাদে নিজেদের নতুন জীবন শুরু করতে। হাজার হাজার লোক না খাইয়ে শুধুমাত্র যারা আমাদের ভালোবাসেন তাদের উপস্থিত থাকাটাই গুরুত্বপূর্ণ বলে আমাদের মনে হয়েছিল।’