'জওয়ান' সফল। আর এই ছবির সাফল্য শাহরুখ ছাড়াও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ছবির প্রতি অভিনেতা-অভিনেত্রী। সকলেই যা যার নিজের মতো করে শাহরুখ-অ্যাটলির এই ছবিতে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। 'জওয়ান' নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়মণি। যিনি কিনা ছবিতে শাহরুখের অল-গার্ল স্কোয়াডের সদস্য লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে প্রিয়ামণির অভিনয়ও প্রশংসিত হয়েছে।
সম্প্রতি ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে 'জওয়ান' নিয়ে মুখ খুলেছেন প্রিয়ামণি। প্রিয়ামণির কথায় এই ছবিতে তাঁর কাজ করার অন্যতম কারণ হলেন পরিচালক অ্যাটলি। অভিনেত্রীর কথায়, ‘অ্যাটলি স্যার আমাকে জুমের মাধ্যমে ছবির গল্প শুনিয়েছিলেন। প্রায় ১-২ ঘন্টা আমাদের কথা হয়েছিল। আমার গল্প পছন্দ হয়। আমি ওঁকে বলেছিলাম যে এটি নতুন এবং অন্যরকম গল্প। এখানে মহিলাদের অ্যাকশন করার সুযোগ রয়েছে।’
আরও পড়ুন-‘জানে জা’ জুড়ে চলল ইদুঁর-বিড়াল খেলা, করিনা দারুণ, চোখ দিয়েই বাজি মারলেন জয়দীপ
আরও পড়ুন-'থ্রি ইডিয়টস' অভিনেতা অখিল মিশ্রর মৃত্যুতে মুখ খুললেন ক্যানসার আক্রান্ত ছেলে অনুভব
প্রসঙ্গত কিং খান অভিনীত 'জওয়ান' মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর। যেটি ইতিমধ্যেই বিশ্বব্য়াপী ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এর সামনে লক্ষ্য রয়েছে ১০০০ কোটি টাকা। প্রিয়মণি বলেন, ‘সত্যি বলতে কি, আমি ভাবতেও পারি নি যে এটা এত বড় হিট হবে...আমি খুশি যে আমি এই চমৎকার ছবির অংশ।’
এর আগে 'জওয়ান'-এ শাহরুখের সঙ্গে কাজ করা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা ঋদ্ধি ডোগরা। ঋদ্ধি বলেন, ‘এই ছবিটি ব্লকবাস্টার! আমি যখনই জওয়ানের সেটে ছিলাম তাই বলেছি। আপনারা সবাই ছবিটিকে একটি উত্সবের মতো উদযাপন করছেন, তাই আমিও এটাকে এই পোস্টের মাধ্যমে উদযাপন করতে চাই।’
ঋদ্ধির কথায়, 'আমি এর বাইরেও সকলের কাছে কৃতজ্ঞ সবকিছুর জন্য। আর এটাই একজন শিল্পীকে ঝুঁকি নিতে সাহস দেয়। আমি আপনাকে (শাহরুখ) গভীরভাবে ধন্যবাদ জানাই। কারণ আমি একজন আবেগপ্রবণ মানুষ। একজন ব্যক্তি হিসাবে, একজন অভিনেতা হিসাবে। একজন শাহরুখ ভক্ত হিসাবে সবাই ছবিটার জন্য ঝাঁপিয়ে পড়লাম। তখন আমি ভেবেছিলাম 'বাহ, এটি তো অ্যাটলির এবং শাহরুখের! আমি এনে নাহ বলব! আমি কি পাগল?' তাই আমি এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিই।'