অবশেষে অপেক্ষায় অবসান। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস তাঁদের মেয়ের কী নাম রেখেছেন তা এবার প্রকাশ্যে। নিয়াঙ্কার প্রথম সন্তানের নাম মালতী মারি চোপড়া জোনাস (Malti Marie Chopra Jonas)। চলতি বছরের গোড়ার দিকেই সারোগেসির মাধ্যমে বাবা-মা হন এই তারকা দম্পতি। সূত্রের খবর সান দিয়াগোর এক হাসপাতালে গত ১৫ই জানুয়ারি জন্ম হয়েছে নিক-প্রিয়াঙ্কার মেয়ের।
গত ২২শে জানুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তানসুখ লাভের কথা প্রকাশ্যে এনেছিলেন ‘প্রিনিক’ জুটি। তবে সন্তানের লিঙ্গ পর্যন্ত ফাঁস করেননি তাঁরা। যদিও পরবর্তী সময়ে প্রিয়াঙ্কার তুতো বোন মীরা চোপড়া জানান মেয়ের মা হয়েছেন অভিনেত্রী। এবার হলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সূত্রে খবর প্রিয়াঙ্কা চোপড়া তাঁর মেয়ের নাম রেখেছেন মালতী মারি (Malti Marie Chopra Jonas)। একরত্তির বার্থ সার্টিফেট হাতে এসেছে ওই সংস্থার, এমনটাই দাবি করেছেন তাঁরা।
জানা গিয়েছে রাত ৮টার পর জন্ম হয় মালতী মারির। সংস্কৃত এবং ল্যাটিন দুই শব্দ মিশিয়ে মেয়ের নাম রেখেছেন নিক-প্রিয়াঙ্কা। সংস্কৃতে ‘মালতী’ শব্দের অর্থ হল এক রকম সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল অথবা চাঁদের আলো। অন্যদিকে মারি শব্দের অর্থ সমুদ্রকে রক্ষা করে যে নারী. মূলত ভার্জিন মেরিকে অনেক সময় এই আখ্যা দেওয়া হয়। মারি নামের সঙ্গে বাইবেলের যোগও রয়েছে। যিশুর মাতা মেরিকে ফ্রেঞ্চে ‘মারি’ বলা হয়।
যদিও আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম বা ছবি কোনওটাই প্রকাশ্যে আনেননি তারকা জুটি। দিন কয়েক আগেই লিলি সিং-এর সাথে তাঁর নতুন বই-এর প্রসঙ্গে কথা বলার সময় মেয়ের উল্লেখ করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। মা হওয়ার পর তাঁর চিন্তাভাবনায় কেমন বদল এসছে সে ব্যাপারে কথা বলেন পিগি চপস। প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, ‘একজন নতুন মা হিসেবে আমি যেটা সবসময় ভাবি তা হল আমি কখনও আমার ইচ্ছে, ভয়, আমার বড় হয়ে ওঠা আমার শিশুর মধ্যে আসতে দেব না। আমি এটা সবসময় বিশ্বাস করি বাচ্চারা তোমার মাধ্যমে এই দুনিয়ায় এসেছে, তোমার মধ্যে থেকে নয়। এটা ভাবা কখনও উচিত না যে আমার সন্তান মানে আমি আমার মতো করে ওকে বড় করব। ওরা আপনার মাধ্যমে এলেও নিজের জায়গা তৈরি করতে এসেছে এখানে। এটাকে মেনে নিলেই অনেক সুবিধে হয়ে যায়, আমার মা-বাবাও কখনও জোর করে আমার উপর কিছু চাপিয়ে দিতে চায়নি।’
একদিকে যেমন মেয়েকে সামলাতে ব্যস্ত, তেমনই প্রিয়াঙ্কার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। ‘টেক্স অফ ইউ’ রয়েছে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি আমাজনের টিভি সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিংও শেষ করেছেন দেশি গার্ল।