বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka-Nick: নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগে জন্ম, এখন হাসপাতালেই থাকবে প্রিয়াঙ্কার সন্তান

Priyanka-Nick: নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগে জন্ম, এখন হাসপাতালেই থাকবে প্রিয়াঙ্কার সন্তান

৩ মাস পরে মা-বাবা হওয়ার কথা ছিল তাঁদের। (ফাইল ছবি)

এপ্রিলে আসার কথা ছিল সন্তানের। কিন্তু তার ১২ সপ্তাহ আগেই হয়ে গেল সন্তানের জন্ম। 

কথা ছিল এপ্রিল মাসে মা-বাবা হবেন তাঁরা। চিকিৎসক তেমনই বলেছিলেন। সেই অনুযায়ী কাজকর্মও সাজিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা এবং নিক। কিন্তু এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হল না। নির্ধারিত সময়ের ১২ সপ্তাহেই মা-বাবা হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। 

শুক্রবার সন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন প্রিয়াঙ্কা। জানিয়েছিলেন সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন তাঁরা। এখনই এই নিয়ে এর চেয়ে বেশি আর কিছু বলতে চাননি তিনি এবং নিক। বরং সকলের কাছে অনুরোধও করেছেন, এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে। 

যদিও তাঁরা যে মা-বাবা হতে চলেছেন, এমন আভাস নাকি আগে থেকেই ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার কথা থেকে অনেকেরই মনে হয়েছিল, এবার সন্তানের কথা ভাবছেন তাঁরা। তবে সেই সুখবর যে এত দ্রুত এসে যাবে, সে কথা ভাবেননি কেউ। প্রিয়াঙ্কা-নিকও ভাবেননি। আর সেই কারণেই নাকি হাতে প্রচুর কাজ জমে রয়েছে তাঁদের।

এপ্রিল মাসে বাড়িতে নতুন অতিথি আসবে, এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন তাঁরা। কিন্তু তার অনেক আগেই হয়ে গেল সন্তানের জন্ম।

যে মহিলা প্রিয়াঙ্কার সন্তান ধারণ করেছেন, তাঁর শারীরিক অবস্থার কারণেই নাকি তড়িঘড়ি সন্তানের জন্মের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর আগে পাঁচ বার সারোগেসির মাধ্যমে শিশুর জন্ম দিয়েছেন তিনি। তাঁকে দেখে প্রিয়াঙ্কা-নিকের খুব ভালো লাগে বলেই নাকি তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। 

নির্ধারিত সময়ের অনেক আগে জন্ম হয়ে গিয়েছে বলে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না এই সদ্যোজাতকে। বেশ কয়েক সপ্তাহ তাকে থাকতে হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে। তেমনই জানা গিয়েছে। তার কারণে প্রিয়াঙ্কা-নিকও এখন সান দিয়াগোতে রয়েছেন বলে জানা গিয়েছে।

বন্ধ করুন