বাংলা নিউজ > বায়োস্কোপ > করোনা যুদ্ধে এক মঞ্চে শাহরুখ,প্রিয়াঙ্কা,লেডি গাগারা, দিলেন 'এক বিশ্বের' বার্তা

করোনা যুদ্ধে এক মঞ্চে শাহরুখ,প্রিয়াঙ্কা,লেডি গাগারা, দিলেন 'এক বিশ্বের' বার্তা

'ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ অনুষ্ঠানে লেডি গাগা, প্রিয়াঙ্কা ও শাহরুখ

‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’- বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল সিটিজেনর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিলেন গোটা বিশ্বের প্রায় ১০০ জন তারকা।
  • অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে পাওয়া গেল শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে।
  • করোনা সংকটে একজোট গোটা বিশ্ব। এই গ্লোবাল ক্রাইসিসের মোকবিলায়ার জন্য একমঞ্চে শামিল দুনিয়ার তাবড় তাবড় শিল্পীরা।বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল সিটিজেন সংগঠনের উদ্যোগে ভারতীয় সময়ানুসারে রবিবার ভোরে অনুষ্ঠিত হল ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’। বাড়ি বসেই এই অনুষ্ঠানে যোগ দিলেন লেডি গাগা, টেলর সুইফট, বিয়ন্সে,বিলি এলিস, দ্য রোলিং স্টোনের মতো গ্লোবাই আইকনরা। দু ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে পাওয়া গেল শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। অনুষ্ঠানটির ক্রিয়েটিভ হেডের দায়িত্ব পালন করেছেন লেডি গাগা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিমি কিমেল, স্টিফেন কোলবার্ট এবং জিমি ফ্যালন। সব মিলিয়ে গোটা বিশ্বের প্রায় ১০০ জনের বেশি তারকা অংশ নেন এই অনুষ্ঠানে।


    করোনা সংকটে প্রয়োজন প্রচুর পরিমাণ অর্থের। সেই অর্থসংগ্রহের জন্য এবং করোনা যুদ্ধে এক্কেবারে সামনের সারিতে থাকা যোদ্ধা অর্থাত্ জরুরি পরিষেবায় যাঁরা নিযুক্ত রয়েছেন সেই সব চিকিত্সক, নার্স, পুলিশকর্মী সহ বাকি সকলকে ধন্যবাদ জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন।

    শাহরুখ খান ভারতের করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি জানান, এই দেশ ১০০ কোটির বেশি মানুষের বসবাস এইদেশে। স্বাভাবিকভাবেই করোনার মতো মহামারীর ব্যাপক প্রভাব পড়েছে এদেশে। অভিনেতা আরও জানান কীভাবে তিনি এই পরিস্থিতিতে দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং পিপিই কিট, কোয়ারেন্টাইন সেন্টারের সুবিধা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। সব শেষে শাহরুখ বলেন, ' মনে বিশ্বাস রাখো, আমি তোমাদের ভালোবাসি'।


    ইউনিসেফের দূত প্রিয়াঙ্কা, তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও। এদিন অভিনেত্রী বলেন, করোনা মহমারীর এই সময়ে- গোটা বিশ্বের শরণার্থী শিবির গুলোর পরিস্থিতি কী, সেখানে কী সমস্যা দেখা দিচ্ছে। সেই শিবির গুলোতে বেসিক স্বাস্থ্য পরিষেবা, বিশুদ্ধ জল এবং স্যানিটাইজেশনের প্রয়োজন বলে জানান পিগি চপস।



    এদিন বিশ্ববাসীকে আশার বার্তা দিয়ে বেশ কিছু গান গাইলেন লেডি গাগা। ধন্যবাদ জানালেন চিকিত্সক, স্বাস্থ্যকর্মীদের, মুদির দোকানে যাঁরা কাজ করছে, মহামারীর সময়েও এই সব ডেলেভারি বয়রা জীবনের পরোয়া না করে কর্তব্যে অবিচল রয়েছেন।

    বায়োস্কোপ খবর

    Latest News

    'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আচোলনা মোদী-গেটসের ১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK RCB vs KKR: আউট হওয়ার ভয়ে কুঁকড়ে থাকতেন, গতবারের ‘ব্যর্থতা’ নিয়ে অকপট রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.