একদিকে দক্ষিণী ছবিতে কাজ করার জল্পনা। তারই মাঝে ভাইয়ের বিয়েতে যোগ দিতে মুম্বইতে পা রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া। সাদা পোশাকে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা মুম্বইতে
এয়ারপোর্টের বাইরে ক্যামেরাবন্দি হলেন প্রিয়াঙ্কা। মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে এসে অভিনেত্রী ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেন এবং এমনকী তাঁর গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাতও নাড়লেন। তিনি হায়দরাবাদ থেকে মুম্বাই উড়ে এসেছেন। আপাতত সেখানে তিনি এসএসএমবি ২৯ এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে গুজব রয়েছে।
সাদা শার্ট ও ম্যাচিং শর্টসে দেখা গেল এদিন প্রিয়াঙ্কাকে। তিনি সাদা জুতা, একটি ম্যাচিং ক্যাপ, কালো সানগ্লাস এবং একটি বাদামি ব্যাগ নিয়েছিলেন। ২০২৪ সালের অগস্ট মাসে বাগদান হয় প্রিয়াঙ্কার ভাই ও নীলম উপাধ্যায়ের।
এর আগে ঈশিতা কুমারের সঙ্গে বাগদান সেরেছিলেন সিদ্ধার্থ। ২০১৯ সালে তাদের বাগদান হয়েছিল, প্রিয়াঙ্কাও তাদের রোকা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালের এপ্রিলের শেষ সপ্তাহে এই জুটির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এই দম্পতি আলাদা হয়ে যান। ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ঈশিতা।
গত ৯ বছর ধরে তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কার ভাইয়ের হবু বউ নীলম। তিনি তেলুগু সিনেমা মিস্টার সেভেন দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তাক লাগিয়েছিলেন ডেবিউতে। পরের বছর, তিনি উন্নোডু ওরু নাল দিয়ে তামিল সিনেমায় কাজ শুরু করেন। ২০১৮ সালে তেলেগু ভাষায় নির্মিত 'তামাশা'-তে শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে।
সাউথের সিনেমায় প্রিয়াঙ্কা
গত মাসে ভারতে পা রাখার পরপরই তাঁকে হায়দরাবাদের একটি মন্দিরে পুজো দিয়ে দেখা গিয়েছিল। ২১ জানুয়ারি তিনি ইনস্টাগ্রামে তেলেঙ্গানার চিলকুর বালাজি মন্দির পরিদর্শনের বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন। হালকা নীল রঙের সালোয়ার স্যুটে প্রিয়াঙ্কাকে বেশ সুন্দর দেখাচ্ছিল, এবং দেখা যায় যে অভিনেত্রী ওড়নাটি মাথায় জড়িয়ে রেখেছিলেন। অন্য একটি ছবিতে তাঁকে মন্দির চত্বরে পুরোহিতের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। একটি ছোট ভিডিয়ো ক্লিপে তাঁকে তাঁর দলবল নিয়ে মন্দিরের ভিতরে হাঁটতে দেখা যায়।
এই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘শ্রী বালাজির আশীর্বাদে এক নতুন অধ্যায় শুরু হল। আসুন আমরা সবাই আমাদের হৃদয়ে শান্তি এবং আমাদের চারপাশে সমৃদ্ধি এবং প্রাচুর্য খুঁজে পাই। ঈশ্বরের কৃপা অসীম।’
যদিও প্রিয়াঙ্কা এখনও নিশ্চিত করেননি যে, তিনি রাজামৌলি ছবির অংশ হচ্ছেন। তবে ভক্তদের বিশ্বাসযে তিনি শীঘ্রই এটি ঘোষণা করতে পারেন। সম্প্রতি 'সিটাডেল'-এর দ্বিতীয় সিজনের শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। তার অভিনীত সর্বশেষ সিনেমা 'দ্য স্কাই ইজ পিঙ্ক'।