গত বছর আগস্ট মাসে নীলম উপাধ্যায়ের সঙ্গে বাগদান পর্ব সারের প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ। এবার শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি। ভাইয়ের বিয়ের জন্য ইতিমধ্যেই মুম্বাই দিয়ে চলে এসেছেন অভিনেত্রী। বিয়ের প্রস্তুতির একগুচ্ছ ছবি পোস্ট করে শাদি কা ঘর ক্যাপশনও দিয়েছেন তিনি।
ভাইয়ের মতো প্রিয়াঙ্কা নিজেও প্রেম করে বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি যে ওপেন মাইন্ডের মানুষ, তা তো সকলেরই জানা। কিন্তু হঠাৎ করে ভাইয়ের বিয়ে উপলক্ষে নিজেকে পুরনো দিনের মানুষ বলে ব্যাখ্যা কেন করলেন তিনি?
আরও পড়ুন: কাঞ্চনের সঙ্গে হয়েছে ডিভোর্স, একাই বড় করছেন ওশকে! সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন পিঙ্কি?
আরও পড়ুন: হলুদে রং মিলান্তি! তিয়াসার সঙ্গী সোহেল, কোথায় গিয়েছিলেন জুটিতে
সিদ্ধার্থ এবং নীলম যে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রথম পরিচয় করেছিলেন, আশ্চর্যজনকভাবে সেই ডেটিং অ্যাপের অন্যতম শেয়ার হোল্ডার হলেন প্রিয়াঙ্কা নিজেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন এই কথা।
ভাইয়ের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই ডেটিং অ্যাপের মাধ্যমে আমার ভাইয়ের সঙ্গে তাঁর বাগদত্তার প্রথম দেখা হয়। ওরা সব সময় এই অ্যাপটির কথা বলে। ওরা ভীষণ খুশি, সাথে আমিও। ভালোবাসা সত্যিই সুন্দর।
প্রিয়াঙ্কা ভাইয়ের বিয়ে এবং ডেটিং অ্যাপ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, আমি সত্যি এটা মিস করেছি। আমার অ্যাকাউন্ট ছিল কিন্তু আমি কখনও দেখিনি। হয়তো আমি অনেকটাই ব্যাকডেটেড। ওরা অনেক বেশি আধুনিক আমার থেকে।
আরও পড়ুন: ‘যাঁদের একার ছবি চলেনি, তাঁদেরকে নিয়ে প্রযোজকরা…’, বায়নাক্কা করা অনির্বানকে জোর বাউন্সার সৃজিতের
প্রসঙ্গত, সম্প্রতি মহেশ বাবুর বিপরীতে SSMB29 সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। তবে আপাতত ভাইয়ের বিয়ের জন্য তিনি মুম্বইয়ে এসেছেন। শ্যুটিং রয়েছে বন্ধ। ভাইয়ের বিয়ে শেষ হলেই তিনি আবার ফিরে যাবেন কাজে।
তবে শুধু প্রিয়াঙ্কা নন, মামার বিয়ে উপলক্ষে ভারতে এসেছেন অভিনেত্রীর মেয়ে মালতী মেরি জোনাস। সম্প্রতি ভাইয়ের বিয়ে উপলক্ষে প্রিয়াঙ্কা যে ছবিগুলি পোস্ট করেছেন তার মধ্যে একটিতে মানে থেকে স্কেচপেন এবং রঙ নিয়ে আঁকি-বুকি কাটতে দেখা যায়।
শুধু তাই নয়, কখনও সকলের সঙ্গে বসে ডিনার করা কখনও আবার সমুদ্র সৈকতে সকলের সঙ্গে খেলা। মামার বিয়ে উপলক্ষে ভারতে এসে যে বেশ ভালই দিন কাটছে মালতীর, তা এই ছবিগুলি দেখেই স্পষ্ট হয়ে যায়।