ভাই সিদ্ধার্থ চোপড়ার প্রি-ওয়েডিং সেলিব্রেশন নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। বুধবার ছিল হলদি সেরিমানি, পাতি বাংলায় যাকে বলে কিনা গায়ে হলুদ। এদিন প্রিয়াঙ্কা পরেছিলেন উজ্জ্বল হলুদ রঙের লেহেঙ্গা। ইতিমধ্যেই সেই অনুষ্ঠান থেকে পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কার নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে প্রিয়াঙ্কাকে বলিউডের হিট গানে জমিয়ে নাচতে দেখা গিয়েছে।
হলদি অনুষ্ঠানে প্রিয়াঙ্কা
পাপারাৎজির একটি পোস্ট করা একটি ভিডিওতে প্রিয়াঙ্কাকে ‘মাহি ভে’ এবং ‘ছাইয়া ছাইয়ার’ মতো বলিউড গানে নাচতে দেখা গেছে। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিও শেয়ার করেছেন।
আরও পড়ুন-'ময়েশ্চারাইজার লাগাই না, ছোট থেকেই শুধু সর্ষের তেল মাখি', কিশোরী প্রতিযোগীকে বললেন অমিতাভ
আরও পড়ুন-নিকের দেখা নেই, বিদেশি শাশুড়ি মাকে নিয়েই ভাইয়ের প্রাক বিবাহ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া
একটি ভিডিওতে সিদ্ধার্থ এবং তাঁর হবু বধূ নীলম উপাধ্যায়কে একটি বিশাল গামলা আকৃতির পাত্রে বসে থাকতে দেখা গেছে, যেখানে পরিবারের সদস্য এবং আত্মীয়রা তাঁদের গায়ে একসঙ্গে হলুদ লাগাচ্ছেন এবং গান গেয়েছেন। প্রিয়াঙ্কাকেও তার পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে। ছবিতে দেখা মিলেছে প্রিয়াঙ্কা মা মধু চোপড়াকেও।

এদিন সকালে দেশি গার্লকে উজ্জ্বল হলুদ লেহেঙ্গায় সেজেগুজে শাশুড়ি মা ডেনিস মিলার জোনাসকে নিয়ে ভাই-এর গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে দেখা যায়। তাঁর পরনেও ছিল হলুদ রঙের শাড়ি। তবে প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দেখা মেলেনি নিক জোনাসের।
মঙ্গলবার প্রিয়াঙ্কা চোপড়া নিজের প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে 'শাদি কা ঘর' ক্যাপশানে বিয়ের আগের প্রস্তুতিপর্বের বেশকিছু ছবি দেন। যেখানে দেখা যায়, পরিবারের সকলে মিলে সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। লেখেন, 'শাদি কা ঘর..!! আর কাল থেকে শুরু হচ্ছে—মেরে ভাই কি শাদি হ্যায়। চলছে সংগীত-এর প্রস্তুতি। পারিবারিক জ্যাম—তাই বাড়িতে থাকতে পেরে ভালো লাগছে। আমার হৃদয় পরিপূর্ণ এবং আমার সময়সূচীও তাই। কে বলেছে বিয়ে সহজ? একেবারেই নয়। কিন্তু এটা কি মজার? একেবারেই! আপাতত আগামী কয়েকটা দিনের জন্য অপেক্ষা করছি।
২০১৯ সালে আম্বানি পরিবারের গণেশ পুজোয় অভিনেত্রী নীলম উপাধ্যায়ের সঙ্গে প্রেমের কথা প্রকাশ্যে আনেন সিদ্ধার্থ চোপড়া। সিদ্ধার্থ ও নীলম গত বছর (২০২৪) বাগদান সেরেছিলেন। আর এবার তাঁরা গাঁটছড়া বাঁধতে প্রস্তুত।
কাজের ক্ষেত্রে প্রিয়াঙ্কাকে শীঘ্রই সিটাডেলের দ্বিতীয় মরসুমে দেখা যাবে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতেও তিনি মহেশ বাবুর বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে কয়েকদিন আগে তেলেঙ্গানার একটি মন্দিরে গিয়ে 'নতুন অধ্যায়' শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পিগি চপস।