বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: ‘মেয়ে পেটুক, এদিকে আমি রাঁধতে জানি না, বাবা পছন্দ করতেন না’, বলছেন প্রিয়াঙ্কা

Priyanka Chopra: ‘মেয়ে পেটুক, এদিকে আমি রাঁধতে জানি না, বাবা পছন্দ করতেন না’, বলছেন প্রিয়াঙ্কা

বাবা ও মেয়ের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা জানান, তাঁর বাবা কখনওই চাননি যে তিনিও সেভাবে বড় হোন। বলেন, একদিন রান্নাঘরে ঢুকতে দেখে প্রিয়াঙ্কাকে তাঁর বাবা প্রশ্ন করেছিলেন, ‘তুমি রান্নাঘরে কী করছ? এখানে এসো! বাবার জন্য আমি রান্না শিখিনি’।

জীবনে কোনওদিনও রান্নাঘরে ঢোকেননি। সেই প্রিয়াঙ্কা চোপড়াই সম্প্রতি ভোগ ম্যাগাজিনের জন্য রান্নাঘরে ঢুকে রাঁধলেন। রান্না করলেন একগুচ্ছ পদ। রান্না করার সময় ঠিক কীভাবে কী করছেন সেটিও সকলের সঙ্গে ভাগ করে নেন প্রিয়াঙ্কা। কথায় কথায় পুরনো স্মৃতিতে ফিরে গেলেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা বলেন, তিনি রান্না করতে জানেন না, কারণ তাঁর বাবা এটা পছন্দ করতেন না। প্রিয়াঙ্কার কথায়, ‘আমার বাবা রক্ষণশীল পরিবারে বেড়ে উঠেছিলেন। তিনি দেখেছেন অনেক মেয়েকে সবসময় মনে করিয়ে দেওয়া হয় তাঁদের রান্নাঘরে থাকা দরকার। এটা একটা সামাজিক চাপ।’ প্রিয়াঙ্কা জানান, তাঁর বাবা কখনওই চাননি যে তিনিও সেভাবে বড় হোন। বলেন, একদিন রান্নাঘরে ঢুকতে দেখে প্রিয়াঙ্কাকে তাঁর বাবা প্রশ্ন করেছিলেন, ‘তুমি রান্নাঘরে কী করছ? এখানে এসো! বাবার জন্য আমি রান্না শিখিনি’।

আরও পড়ুন-অরিজিতের গাওয়া গানের তীব্র নিন্দা! আক্রমণের মুখে বক্তব্য স্পষ্ট করলেন অনুরাধা পড়োয়াল

আরও পড়ুন-কচুয়াধাম লোকনাথ মন্দিরে নুসরত, শিশুকে কোলে নিয়ে শুনলেন কীর্তন, তুললেন সেলফি

রান্না করতে করতেই প্রিয়াঙ্কা জানান, ‘ভারতীয় প্রাতঃরাশ আমার প্রিয়, আমি ভাল পরোটা, ধোসা পছন্দ করি, তবে ডিম সর্বজনীনভাবে সেরা ব্রেকফাস্ট।’এদিন রান্নার অনুষ্ঠানে সঞ্চালের স্টাইলেই রান্না করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। রান্নার উপাদান হিসাবে সসেজ, মাশরুম, পনির, মাখন, লঙ্কা, দুধ, লবণ এবং মরিচ, তেঁতুলের চাটনি এবং সাম্বল সহ নানান উপাদান ব্যবহার করতে দেখা যায় তাঁকে।

কথায় কথায় প্রিয়াঙ্কা জানান, তাঁর এক বছরের মেয়ে মালতী মেরিও খাদ্যরসিক। প্রিয়াঙ্কার কথায়, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে আমাদের একমাত্র মেয়েও ভোজনরসিক! আমরা তাঁকে সঙ্গে করে যেখানে যাই নিয়ে যাই এবং আমরা যা খাই ও তাই খায়। ও ভেড়ার মাংস চিকেন সিদ্ধ কিংবা সবজি সিদ্ধ দেন, তাহলে কিন্তু ও খাবে না। স্বাদযুক্ত খাবার পছন্দ ওর।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন