ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে যোগ দিতে মুম্বইয়ে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মঙ্গলবার প্রিয়াঙ্কা ও তাঁর মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে প্রি-ওয়েডিং সেলিব্রেশনে যেতে দেখা গিয়েছে। তিনি গাড়িতে বসে থাকাকালীন তাঁকে দেখে পাপারাৎজিরা নায়িকার ছবি তোলার চেষ্টা করছিলেন, তখন ক্যামেরার ফ্ল্যাশের আলো যাতে মালতির চোখে না পড়ে তাই আড়াল করেছিলেন মা প্রিয়াঙ্কা।
ক্যামেরার ফ্ল্যাশ থেকে মালতির চোখ আড়াল করলেন প্রিয়াঙ্কা
সোশ্যাল মিডিয়ায় পাপারাৎজি এবং ফ্যান ক্লাবগুলির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে যে প্রিয়াঙ্কা গাড়িতে ছিলেন। মালতি তাঁর পাশেই ছিল। অভিনেত্রীকে দেখেই ফটোগ্রাফাদের ক্যামেরার ঝলকানি শুরু হয়ে যায়। তাঁরা যখন ছবি তুলতে শুরু করেন তখন একসঙ্গে অনেকগুলো ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। তখনই ওই আলো তীব্রতা থেকে মালতির চোখকে আড়াল করতে হাত দিয়ে ঢেকে দেন প্রিয়াঙ্কা। সন্তানকে এত সুন্দর করে আগলে রাখা দেখে নেটিজেনরা প্রশংসায় ভরে দিয়েছেন নায়িকাকে। তবে তাঁরা পাপারাৎজিদের অত্যধিক উৎসাহের জন্য তাঁদের সমালোচনাও করেছেন। প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক নিক জোনাসের মেয়ে মালতির এখন মাত্র তিন বছর বয়স।
আরও পড়ুন: কাঞ্চনের সঙ্গে হয়েছে ডিভোর্স, একাই বড় করছেন ওশকে! সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন পিঙ্কি?
প্রিয়াঙ্কা চোপড়ার ভারত সফর সম্পর্কে
ভারতে এসে নায়িকা সরাসরি হায়দরাবাদে গিয়েছিলেন। আর সেখান থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে তিনি তেলুগু সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে নাকি কাজ করতে চলেছেন। ছবির চিত্রনাট্য লিখেছেন বিজয়েন্দ্র প্রসাদ এবং পরিচালনা করেছেন রাজামৌলি। তবে এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি। প্রায় এক সপ্তাহ হায়দরাবাদে কাটিয়ে সপ্তাহান্তে ভাইয়ের জন্মদিনের আগে মুম্বইয়ে পৌঁছন প্রিয়াঙ্কা।
সোমবার, প্রিয়াঙ্কা তাঁর ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের উদযাপন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাঁকে তাঁর ভাইয়ের সঙ্গীত অনুষ্ঠানের জন্য নাচের মহড়া উপভোগ করতে দেখা গিয়েছে। একটি ছবিতে দেখা যায়, শাশুড়ি ডেনিস মিলার জোনাস এবং শ্বশুর কেভিন জোনাস সিনিয়রের সঙ্গে খাবার টেবিলে বসে আছেন।
সিদ্ধার্থ চোপড়া ২০২৪ সালের এপ্রিলে তাঁদের রোকা অনুষ্ঠানের পরে ২০২৪ সালের অগস্টে অভিনেত্রী নীলম উপাধ্যায়ের সঙ্গে বাগদান করেছিলেন।