'মেরি ভাইকি শাহি হ্যায়', প্রিয়াঙ্কা চোপড়ার ভাবখানা এখন এমনই। ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে জমিয়ে উপভোগ করছেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই সিদ্ধার্থ-নীলমের সঙ্গীতের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। চোপড়া পরিবারের বিয়ে উপভোগ করছে জোনাস পরিবারও।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাই সিদ্ধার্থ চোপড়া ও তার বাগদত্তা নীলম উপাধ্যায়ের সঙ্গীতে জমিয়ে নাচেন প্রিয়াঙ্কা চোপড়া। বিদেশি, গায়ক স্বামী-নিক জোনাস, হবু বধূ নীলম ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রিয়াঙ্কার নাচের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উঠে এসেছে। একটি ভিডিয়ো ক্লিপে নিক জোনাসকেও অনুষ্ঠানে গান গাইতে দেখা গেছে।
প্রিয়াঙ্কার নাচ
২০১১ সালে তাঁর ছবি '৭ খুন মাফ'-এর ‘ডার্লিং’ গান, ২০০৪ সালে শাহিদ কাপুরের 'দিল মাঙ্গে মোর'-এর টাইটেল ট্র্যাক, ২০০৯-এ শাহিদের সঙ্গে তাঁর ছবি 'কামিনে'র 'ধন তে নান', ২০০৪ সালে শাহিদের 'ব্রাইড অ্যান্ড প্রেজুডিস' ছবির' ‘বল্লে বল্লে’ সহ একাধি গানে নাচতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে।'
আরও পড়ুন-ঝুঁকে পড়ে ভাই-এর হবু বউ নীলমের ড্রেস ঠিক করলেন, পোজ দিতে শেখালেন প্রিয়াঙ্কা চোপড়া
বাবা কেভিন জোনাসের সঙ্গে নিক
বাবা কেভিন জোনাসের সঙ্গে মিলে ‘জোনাস ব্রাদার্স’-এর 'হোয়েন ইউ লুক মি ইন দ্য আইজ' গানটি গান নিক। আবার নিকের গাওয়া ‘মান মেরি জান’-গানের সঙ্গে জমিয়ে পারফর্ম করেন প্রিয়াঙ্কা। আবার দুই ভাইবোন সিদ্ধার্থ-প্রিয়াঙ্কার সঙ্গে নীলমকেও নাচতে দেখা যায়। এছাড়েও সঙ্গীতে চোপড়া, জোনাস ও উপাধ্যায় পরিবারের অনেক সদস্যই পারফর্ম করেন। সেই সব মুহূর্তই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
সিদ্ধার্থ-নীলমের সঙ্গীতে প্রিয়াঙ্কাকে নীল লেহেঙ্গার সঙ্গে হীরের নেকলেস, ব্রেসলেট এবং আংটি পরতে দেখা যায়। নিক পরেছিলেন নীল রঙের শেরওয়ানি ও প্যান্ট। সিদ্ধার্থকেও নীল শেরওয়ানিতেও দেখা যায় এবং নীলম পরেছিলেন রুপালির রঙের লেহেঙ্গা।
আবার সঙ্গীতের আগে প্রিয়াঙ্কাকেও তাঁর পরিবার ও তুতো বোনেদের সঙ্গে মেহেন্দি, গায়ে হলুদের অনুষ্ঠানও জমিয়ে উপভোগ করতে দেখা গিয়েছে। শুক্রবার মুম্বইয়ে বসছে নীলম- সিদ্ধার্থের বিয়ের আসর। ২০২৪ সালের এপ্রিলে রোকার পর ২০২৪ সালের গস্টে বাগদান সেরেছিলেন সিদ্ধার্থ-নীলম।
প্রিয়াঙ্কার ছবি
প্রিয়াঙ্কা চোপড়াকে এস এস রাজামৌলির ছবি এসএসবি ২৯-এ মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে বলে খবর। যে ছবির চিত্রনাট্য লিখেছেন বিজয়েন্দ্র প্রসাদ। যদিও ছবিতে প্রিয়াঙ্কা সত্যিই কাজ করছেন কিনা, সেটি নির্মাতাদের তরফে নিশ্চিত করা হয়নি।
আবার নিক ও তাঁর দুইভাই জো ও কেভিন জোনাসের সঙ্গেও একটি হলিডে ফিল্মে কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা। যেটি কিনা ডিজনি + হটস্টারে প্রিমিয়ার হবে বলে খবর।