লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানল ব্যাপকভাবে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। সেখান থেকে লোকজনকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে প্রশাসন। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বলি-তারকা প্রিয়াঙ্কা চোপড়ারও ওই শহরে একটি বাড়ি রয়েছে। সেখানে এই ধ্বংসলীলা দেখে তিনি ক্ষতিগ্রস্থদের জন্য দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাগ করে নিয়েছেন।
লস অ্যাঞ্জেলেসের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য শোক প্রকাশ করে প্রিয়াঙ্কার পোস্ট
প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে দাবানলের আগে এবং পরে লস অ্যাঞ্জেলেস কেমন ছিল তার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন, সঙ্গে একটি দুঃখের ক্যাপশনও লিখেছেন। তিনি লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি এলএ। আমার মন খুব ভারাক্রান্ত। যদিও আমি আমার পরিবারের নিরাপত্তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ, আমাদের অনেক বন্ধু, সহকর্মী-সহ অনেক কিছু হারিয়েছি। এই দাবানল অসংখ্য পরিবারকে ঘরহারা করেছে এবং সকলকে বিধ্বস্ত করেছে, পুনর্নির্মাণের জন্য এখন অনেকটা সময়ের প্রয়োজন রয়েছে।’
আরও পড়ুন: স্তন ক্যানসার নিয়ে স্যোশাল মিডিয়ায় এত অকপট কীভাবে? মুখ খুললেন হিনা
দাবানলে বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছে ২৫ জনের মতো। প্রিয়াঙ্কা আগুন মোকাবেলা এবং ত্রাণ সরবরাহের জন্য অগ্নিনির্বাপক কর্মী, প্রথম প্রতিক্রিয়াকারী এবং স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টার কথাও তুলে ধরেছেন। নায়িকা তাঁদের ‘সত্যিকারের নায়ক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি এই কঠিন সময়ে সকলের পাশে থেকে তাঁরা যেভাবে সাহায্য করেছে তার জন্য তাঁদের সাহসিকতা প্রশংসা করেছেন।
আরও পড়ুন: মুক্তির আগেই বাংলাদেশে নিষিদ্ধ হল কঙ্গনার ‘ইমার্জেন্সি’! মুক্তিযুদ্ধ দেখানোই কি এর কারণ
দুঃখ প্রকাশের পাশাপাশি প্রিয়াঙ্কা তাঁর অনুরাগীদের ত্রাণে সাহায্য করার জন্যও আবেদন জানিয়েছেন। তিনি ক্যালিফোর্নিয়া ফায়ার ফাউন্ডেশন, বেবি ২ বেবি এবং আমেরিকান রেড ক্রস -সহ ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য নানা সংস্থার কথা ভাগ করে নিয়েছিলেন।
তিনি আরও লেখেন, ‘গত সপ্তাহে আমি অসংখ্য পেজ ও সংস্থাকে দেখেছি যারা ত্রাণ সরবরাহের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আপনি যদি সক্ষম হন তবে দয়া করে যারা সবকিছু হারিয়েছেন বা সংস্থাগুলিকে সাহায্য করুন। তাঁদের অনুদান দেওয়ার বিষয়টি ভেবে দেখতে পারেন।’
প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেসের দাবানল চার হাজারেরও বেশি বাড়ি গ্রাস করেছে। ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ তাঁদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, বিলি ক্রিস্টাল, জেমস উড এবং স্পেন্সার প্র্যাট এবং হেইডি মন্টাগের মতো অনেক হলিউড এ-লিস্টার দাবানলে তাঁদের বাড়িঘর হারিয়েছেন। বেন অ্যাফ্লেক, টম হ্যাঙ্কস এবং অ্যাডাম স্যান্ডলারের মতো তারকারা তাঁদের বাড়িঘর খালি করতে বাধ্য হয়েছেন।