ভাই-এর বিয়ে দেশে ফিরে জমিয়ে উপভোগ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ছিল সিদ্ধার্থ ও নীলম উপাধ্যায়ের সঙ্গীত। সেই অনুষ্ঠানে এসেই ভাই-বৌদির সঙ্গে পোজ দিলেন প্রিয়াঙ্কা। ছিলেন দেশি গার্লের বিদেশি বর নিক জোনাসও। সকলে মিলে পাপারাৎজির ক্যামেরার সামনে পোজ দিলেন তাঁরা। তারই বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডয়ায় উঠে এসেছে।
ভাই-এর বউ-এর ড্রেস ঠিক করলেন প্রিয়াঙ্কা
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটি ভিডিয়োতে দেখা যায়, প্রিয়াঙ্কা অনুষ্ঠানস্থলে এসে ভাই সিদ্ধার্থের হবু বউ নীলমকে বলেন, 'তোমাকে অসাধারণ লাগছে', তারপর তাঁকে জড়িয়েও ধরেন। আবার ঝুঁকে পড়ে নীলমের পোশাক ঠিক করে দেন প্রিয়াঙ্কা, তাঁর চুলও ঠিক করে দেন। আবার পাপারৎজির ক্যামেরায় কীভাবে পোজ দিতে হবে, সেবিষয়েও নীলম গাইড করেন পিগি চপস। আবার সেসময় সেখানে নিক জোনাস পৌঁছলে, তিনি সিদ্ধার্থ ও নীলমকে জড়িয়ে ধরে তাঁদের শুভেচ্ছা জানান।
আরও পড়ুন-DD বাংলায় বিশেষ অনুষ্ঠান, নস্টালজিয়ায় ভরা দূরদর্শনের অফিস ঘুরিয়ে দেখালেন সমদীপ্তা
আরও পড়ুন-ওঁকে ছাড়া ১ বছর পার! কার ছবি এখনও আগলে বসে রয়েছেন নীলাঞ্জনা?
এদিন নীলমের পরনে ছিল রূপালি রঙের ফিসকাট লেহেঙ্গা, আর সিদ্ধার্থ চোপড়াকেও নীল শেরওয়ানিতে ড্যাশিং দেখাচ্ছিল। প্রিয়াঙ্কার পরনে ছিল নীল রঙের লেহেঙ্গা, অন্যদিকে নিক পরেছিলেন শেরওয়ানি ও ম্যাচিং প্যান্ট। পোশাকের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন হীরের নেকলেস, ব্রেসলেট এবং আংটি। এদিন যেন আরও বেশি গ্ল্যামারাস লাগছিল প্রিয়াঙ্কা-নিককে। শ্বশুর কেভিন জোনাস শাশুড়ি মা ডেনিস জোনাসের সঙ্গে পোজ দিয়েছেন প্রিয়াঙ্কা, সঙ্গে ছিলেন নিকও। এদিন মেটালিক ড্রেসে প্রিয়াঙ্কার শাশুড়ি ডেনিস মিলার জোনাসকেও বেশ গ্ল্যামারাস লাগছিল। আর কেভিন জোনাস পরেছিলেন সাদা শার্ট, কালো প্যান্ট ও টাই ও ব্লেজার।
প্রসঙ্গত ভগ্নিপতি সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার ভারতে এসেছেন নিক। তিনি অবশ্য সিদ্ধার্থের গায়ে হলুদের অনুষ্ঠানে থাকতে পারেননি। তবে প্রিয়াঙ্কার সঙ্গেই এদেশে আগেই চলে এসেছিলেন তাঁর শ্বশুর-শাশুড়ি ও মেয়ে মালতী।
এর আগে বুধবার ছিল সিদ্ধার্থ ও নীলমের মেহেন্দি এবং গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে বলিউডের গানে পরিবারের আত্মীয়দের সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায়। ওইদিন তিনি পরেছিলেন হলুদ রঙের লেহেঙ্গা। আবার মেহেন্দি উদযাপনের সময়, প্রিয়াঙ্কাকে একটা লেহেঙ্গা স্কার্টের সঙ্গে করসেট-স্টাইলের চোলিযুক্ত একটি আইভরি পোশাকে দেখা যায়।
প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। আর কেভিনের পরনে ছিল ট্রাডিশনাল শেরওয়ানি, আর লাল রঙের শাড়িতে বেশ গর্জাস দেখাচ্ছিল ডেনিসকে । প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়াকেও দেখা গিয়েছিল ক্লাসিক শেরওয়ানিতে। সেদিন তুতো ভাইবোনের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন তিনি।
সিদ্ধার্থ এবং নীলম
২০২৪ সালের এপ্রিলে রোকা হয় সিদ্ধার্থের ও নীলমের। ২০২৪ সালের আগস্টে বাগদান সেরেছিল এই জুটি। শুক্রবার ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে বন্ধুবান্ধব ও দুই পরিবারের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধবেন তাঁরা।