বলিউড এখন মজেছে আম্বানিতে। অবশ্য শুধু বলিউড বললে ভুল হবে গত দু দিন ধরে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC)-এর উদ্বোধনে হাজির হয়েছেন বহু হলিউড স্টার। বউ প্রিয়াঙ্কার হাত ধরে এসেছেন নিক জোনাসও। দ্বিতীয় দিনে পার্টিতে হাজির হন নিক-ঘরণী স্লিট স্কার্ট এবং ঝলমলে টিউব এনসেম্বলে। ডিজাইনার অমিত আগরওয়ালের ডিজাইনার পোশাক পরেছিলেন এদিন। তবে প্রিয়াঙ্কা খবরে আসেন মূলত তাঁর ডান্স পারফরমেন্সের জন্য, তাও আবার রণবীর সিং-এর সঙ্গে।
বলিউডের আইকনিক সিনেমা ‘দিল ধড়কনে দো’-র তালে মা মেলান মঞ্চে প্রিয়াঙ্কা আর রণবীর সিং। Gallan Goodiyaan গানে জমিয়ে নাচেন দুজন। ভিডিয়োতে দেখা গেল ট্র্যাকের শেষ দিকে এসে রণবীর এবং প্রিয়াঙ্কা বারবার দর্শকদের মধ্যে কারও দিকে ইঙ্গিত করেছিলেন। খুব সম্ভবত নিককে উত্যক্ত করারই চেষ্টা চালাচ্ছিলেন তাঁরা। নাচের শেষে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে একটি চুমুও খেলেন রণবীর সিং। আরও পড়ুন: আম্বানিদের ইভেন্টে ‘ঝুমে জো পাঠান’-এ ফাটিয়ে নাচলেন শাহরুখ! সঙ্গে বরুণ, রণবীর সিং
এরপর রণবীরকে শাহরুখের সঙ্গেও নাচতে দেখা গিয়েছিল এই দিনে। NMACC ইভেন্টের দ্বিতীয় দিনে শাহরুখও পারফর্ম করেন স্টেজে। ঝুমে জো পাঠানের তালে নাচেন কিং খান। সঙ্গে পা মেলান বরুণ ধাওয়ান ও রণবীর সিং। সেই ভিডিয়োও হু হু করে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: ডিভোর্সের ৩ বছরের মাথায় ফের বিয়ে বদশার! খবর, জলদিই মালা দেবেন এই কন্যের গলায়
পারফর্ম করেন আলিয়া ভাটও। অস্কার জয়ী নাটু নাটু-তে নাচেন তিনি আর রশ্মিকা মন্দনা। দেখে কে বলবে, মাসকয়েক আগেই মেয়ে রাহাকে জন্ম দিয়েছেন!
NMACC-এর এই জমকালো অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বলিউড থেকে হাজির ছিলেন আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, কৃতি শ্যানন, কারিনা কাপুর, সাইফ আলি খান, মাধুরী দীক্ষিত, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, সাবা আজাদ, হৃতিক রোশন, গৌরি খান, সুহানা এবং সালমান খানকে অনুষ্ঠানে দেখা গেছে। গিগি হাদিদ, টম হল্যান্ড , জেন্ডায়া এবং পেনেলোপ ক্রুজের মতো হলিউড সেলিব্রিটিরাও নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের গালা উদ্বোধনে উপস্থিত ছিলেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)