ভাই সিদ্ধার্থ চোপড়ার প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে এই মুহূর্তে মুম্বইয়েই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যেই শুরু হয়েছে বিয়ের আগের অনুষ্ঠান পর্ব, সেখানেই যাওয়ার জন্য উজ্জ্বল হলুদ লেহেঙ্গায় সেজেগুজে দেখা গেল দেশি গার্লকে। অনুষ্ঠানে যাওয়ার সময় গাড়ির মধ্য়ে অল্প সময়ের জন্য ধরা দিলেন প্রিয়াঙ্কা।
বুধবার HT City-র ক্যামেরায় উঠে আসা ভিডিয়োতে প্রিয়াঙ্কাকে একটি হলুদ পোশাকের সঙ্গে ম্যাচিং হলুদ চুড়ি এবং বড় ঝোলা কানের দুলে দেখা গিয়েছে। ফটোগ্রাফাররা গাড়ির ভিতরে তাঁর একটি ছবি তোলার চেষ্টা করলে তিনি পাপারাৎজির উদ্দেশ্যে হাত নাড়েন এবং হাসেন। যেহেতু সিদ্ধার্থের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, তাই এদিন অনুষ্ঠানের থিমই হয়ত ছিল হলুদ, কারণ প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর শাশুড়ি ডেনিস মিলার জোনাসকেও দেখা গেল হলুদ রঙের শাড়িতে।
আরও পড়ুন-রেট্রো গানের জুকবক্সে বাবা রোশনের কোনও গানই নেই, তাই কষ্ট পেয়েছিলেন রাকেশ রোশন: শশী রঞ্জন
ঠিক এই অনুষ্ঠানের আগেই প্রিয়াঙ্কার পরিবারে পাঞ্জাবি বিয়ের রীতি মেনে ‘মাতা কি চৌকি’র আয়োজন করা হয়। অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু হয় প্রাক-বিবাহ উদযাপন। প্রিয়াঙ্কা মা মধু চোপড়া ইনস্টাগ্রামে সেই ‘মাতা কি চৌকি’র উদযাপনের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। যেখানে প্রিয়াঙ্কাকে গর্জাস কমলা রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে।
তারও আগে মঙ্গলবা প্রিয়াঙ্কা চোপড়া নিজের প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে 'শাদি কা ঘর' ক্যাপশানে বিয়ের আগের প্রস্তুতিপর্বের বেশকিছু ছবি দেন। যেখানে দেখা যায়, পরিবারের সকলে মিলে সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। লেখেন, 'শাদি কা ঘর..!! আর কাল থেকে শুরু হচ্ছে—মেরে ভাই কি শাদি হ্যায়। চলছে সংগীত-এর প্রস্তুতি। পারিবারিক জ্যাম—তাই বাড়িতে থাকতে পেরে ভালো লাগছে। আমার হৃদয় পরিপূর্ণ এবং আমার সময়সূচীও তাই। কে বলেছে বিয়ে সহজ? একেবারেই নয়। কিন্তু এটা কি মজার? একেবারেই! আপাতত আগামী কয়েকটা দিনের জন্য অপেক্ষা করছি।
কাজের ক্ষেত্রে, প্রিয়াঙ্কাকে সিটাডেলের দ্বিতীয় সিজনে দেখা যাবে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতেও তিনি মহেশ বাবুর বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে কয়েকদিন আগে তেলেঙ্গানার একটি মন্দিরে গিয়ে 'নতুন অধ্যায়' শুরুর ইঙ্গিত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।