নাম প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, বহুবারই বহু অনুষ্ঠানে নিজের ফ্যাশান স্টেটমেন্ট নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। ইতালির ফ্যাশান হাউস বুলগারি-র জন্য হট পোশাকে আরও একবার নজর কাড়লেন পিগি চপস।
কী পরেছিলেন প্রিয়াঙ্কা?
প্রিয়াঙ্কাকে এদিন একটা কালো স্কিনটাইট, নেকলাইন পকেটযুক্ত পোশাকে দেখা গেল। যে পোশাকটি একটু অতিরিক্তই খোলামেলা বলে মনে করছেন নেটনাগরিকরা। পোশাকের সঙ্গে প্রিয়াঙ্কা বুলগারি ব্র্যান্ডের হীরের নেকপিস পরে থাকতে দেখা গেল।, সঙ্গে পরেছিলেন হীরে বসানো ব্রেসলেট। পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়াঙ্কার নিজস্ব গ্ল্যামার জন্য, স্মোকি আই মেকআপ, গোলাপী ঠোঁটে তাঁকে আরও উজ্জ্বল দেখাচ্ছিল। তার উপর লিফটের মধ্যে অভিনেত্রীর আবেদনময়ী পোজ আরও বেশি করে নজর কেড়েছে।
আরও পড়ুন-জালিয়াতির অভিযোগ, নওয়াজউদ্দিনের ভাই আয়াজউদ্দিন সিদ্দিকিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ
সম্প্রতি প্রিয়াঙ্কা রোমে অনুষ্ঠিত বুলগারির ১৪৯তম বার্ষিকী উপলক্ষে গালা ডিনারের অংশ নিছিলেন। এই বিশেষ ইভেন্টে বিনোদন শিল্পের বেশকিছু বড় ব্যক্তিত্বকে উপস্থিত থাকতে দেখা যায়। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন অ্যান হ্যাথাওয়ে, শুকি এবং লিউ ইয়েফেই। তাঁদের সঙ্গে প্রিয়াঙ্কার ছবিও সামনে এসেছিল।
কিছুদিন আগেই মার্কিন অভিনেত্রী অ্যান হ্যাথওয়েকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয় তাঁর কি ভবিষ্যতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করার চিন্তাভাবনা রয়েছে? প্রশ্ন করা হয়, তাঁদের মধ্যে কোনও সম্ভাব্য ছবি নিয়ে আলোচনা করেছেন কিনা! তখন ‘দ্য ডেভিল ওয়ার্স প্রাদা’ অভিনেত্রী বলেন, ‘ওঁর সঙ্গে কাজ করতে পারলে আমার ভালোই লাগবে। প্রিয়াঙ্কা একপ্রকার আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কা এবং আমি একসঙ্গে কাজ করলে আপনাদের অবশ্যই জানাব।’
অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে হলিউডে জমিয়ে কাজ করছেন। তিনি সম্প্রতি তাঁর ছবি ‘হেডস অফ স্টেট’-Sর শ্য়ুটিং শেষ করেছেন। যেখানে ইদ্রিস এলবা, জন সিনা এবং জ্যাক কায়েদের মতো বড় নামও রয়েছে৷ ইলিয়া নাইশুলার দ্বারা পরিচালিত এই অ্যাকশন-প্যাকড মুভিটি সিনেমাপ্রেমীরা আশাবাদী। এই ছবির হাত ধরেই প্রিয়াঙ্কা তাঁর হলিউড ক্যারিয়ারে আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেলতে চলেছেন।