বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: রোমে ‘সিটাডেল’-এর প্রিমিয়ার, পাপারাৎজ্জিদের নমস্কার প্রিয়াঙ্কার, ভাইরাল ভিডিয়ো

Priyanka Chopra: রোমে ‘সিটাডেল’-এর প্রিমিয়ার, পাপারাৎজ্জিদের নমস্কার প্রিয়াঙ্কার, ভাইরাল ভিডিয়ো

রোমে ‘সিটাডেল’-এর স্পেশাল স্ক্রিনিং

রোমে বিদেশি পাপারাৎজ্জির উদ্দেশ্যে ‘নমস্কার’ করে অভিবাদন জানাচ্ছেন দেশি গার্ল। ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে চাঁদের হাট। স্ত্রী প্রিয়াঙ্কার দিকে মোবাইলেক ক্যামেরা তাক করে ছবি তুললেন নিক জোনাস, দেখুন ভিডিয়ো-

রোমে ‘সিটাডেল’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং পপ তারকা নিক জোনাস। জুটির একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। প্রিয়াঙ্কা এবং নিক ছাড়াও, রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুকি সহ ‘সিটাডেল’-এর অন্যান্য কাস্ট সদস্যরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এ দিন সবুজ রঙের গাউন পরে অনুষ্ঠানে যোগ দেন প্রিয়াঙ্কা চোপড়া। নিকের পরনে ছিল নীল রঙের শার্টের উপর নীল ব্লেজার, ম্যাচিং প্যান্ট এবং সাদা স্নিকার্স। পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে হাত ধরাধরি করে ইভেন্টে পৌঁছেছিলেন তারকা জুটি। ইভেন্টে একসঙ্গে ছবি তোলার জন্যও পোজও দেন তাঁরা। আরও পড়ুন: বিচ্ছেদের দু-বছর পার, নাগার নামের ট্যাটু পাঁজরে লিখে ঘুরছেন সামান্থা, ভাইরাল ছবি

একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিদেশি পাপারাৎজ্জির উদ্দেশ্যে ‘নমস্কার’ করে অভিবাদন জানাচ্ছেন দেশি গার্ল। অন্য একটি ক্লিপে, প্রিয়াঙ্কা ফটোগ্রাফারদের জন্য যখন পোজ দিচ্ছেন, নিক দূর থেকে দাঁড়িয়ে অভিনেত্রীর ছবি তুলছেন। সিটাডেল কাস্টের সঙ্গেও ছবির জন্য় পোজ দিয়েছেন প্রিয়াঙ্কা। আরও পড়ুন: করিনা থেকে রাখি, হিন্দু হয়েও ইদ সেলিব্রেট করেন এই ৭ অভিনেত্রী

রুশো ব্রাদার্সের গ্লোবাল স্পাই থ্রিলার 'সিটাডেল'-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সিনেমায় নাদিয়া সিং এবং ম্যাসন কেনের চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা ও ‘গেম অফ থ্রোনস’ খ্যাত রিচার্ড ম্যাডেনকে। যাঁরা অভিজাত গুপ্তচর সংস্থার সদস্য। আগামী ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে এই শো। এজিবিও ব্যানারে তৈরি হয়েছে এই অ্যাকশন স্পাই থ্রিলার।

সিটাডেলের প্রথম দুটি পর্ব ২৮ এপ্রিল প্রিমিয়ার হবে এবং পরের প্রতিটি পর্ব প্রতি শুক্রবারে প্রচারিত হবে ২৬ মে পর্যন্ত। সিটাডেলের ধ্বংসের পর যারা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন, এমন দুজনের চরিত্রে অভিনয় করছেন রিচার্ড এবং প্রিয়াঙ্কা। প্রসঙ্গত ২০২১-এ শুরু হয়েছিল, এই স্পাই সিরিজটির শ্যুটিং। ইউরোপের একাধিক জায়গায় এর শ্যুটিং হয়েছে।

ছয় পর্বের সিরিজটির ইতালিয়ান ও ভারতীয় সংস্করণও আসবে। 'সিটাডেল'-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন সামান্থা রুথ প্রভু এবং বরুণ ধাওয়ান। রাজ ও কৃষ্ণা ডিকে পরিচালিত এই ছবিতে সম্প্রতি সিকান্দার খেরও যোগ দিয়েছেন।

 

বায়োস্কোপ খবর

Latest News

আইওএস 18 সোমবার মুক্তি পাচ্ছে, তবে আইফোন ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য আইওএস 17 এ আটকে থাকতে পারবেন ডাক্তার ‘দাদা-দিদিদের’ জন্য খাবার আনল ফাইভের ছাত্র; জল, ORS দিয়ে গেলেন মানুষ পা হারানোর পরে নবজাতকের মতন হাঁটা শিখেছি:- হোকাতো সেমার লড়াইয়ের অজানা কাহিনি ‘বঙ্গবানরা মমতাকে চটিপিসি, চটিবুড়ি নামে ডাকছেন, এরাই নাকি আরজি করের…’: কবীর সুমন পুরনো ভুলের জন্য কাদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে? দেখুন আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ সেপ্টেম্বরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ সেপ্টেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১১ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.