প্রিয়াঙ্কা চিরকালই অন্য অভিনেত্রীদের থেকে আলাদা, ব্যক্তিগত জীবনেও তার ব্যতিক্রম হয়নি কখনও। জীবনসঙ্গী বাছাই হোক বা চরিত্র বাছাই, সব সময় সকলের থেকে আলাদাই ভেবেছেন তিনি। বিয়ের ক্ষেত্রেও তাই। উপহাস এবং সমালোচনার সম্মুখীন হয়েও ১০ বছরের ছোট নিক জোনাসকে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
ভালোবাসার দিনে একেবারে অন্য স্টাইলে নিককে ভালোবাসা জানলেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা নিজেদের ডেটিং চলাকালীন একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে এতদিন এই ছবিটি সযত্নে নিজের কাছে তুলে রেখেছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: অ্যাকশন থ্রিলারে এবার তাপসীর সঙ্গে স্বস্তিকা! কোন ছবিতে দেখা মিলবে তাঁদের?
আরও পড়ুন: দুর্ঘটনার শিকার বিশাল, স্থগিত পুনের কনসার্ট! কী ঘটেছে?
প্রিয়াঙ্কা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা এবং নিক দুজনেই সাদা রঙের পোশাক পরেছেন। কোনও পাবে সময় কাটাচ্ছেন তাঁরা, নিক প্রেমিকার সঙ্গে সেলফি তুলছেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে তোলা এই ছবিটি দেখেই বোঝা যাচ্ছে তখন সবে প্রেম শুরু হয়েছিল দম্পতির মধ্যে।
২০১৮ সালের ছবির পাশাপাশি আরও একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। দ্বিতীয় ছবিটি প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়েতে তোলা একটি ছবি। দ্বিতীয় ছবিতে প্রিয়াঙ্কা এবং নিক দুজনেই পরে রয়েছেন নীল রঙের পোশাক। ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, কীভাবে শুরু হল আর কেমন চলছে। তোমার জন্য ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা। আমার ভ্যালেন্টাইন।
প্রসঙ্গত, ২০১৬ সালে নিক এবং প্রিয়াঙ্কা প্রথম X হ্যান্ডেলে কথা বলা শুরু করেন। প্রথমে বন্ধুত্ব এবং তারপর প্রেম শুরু হয় দুজনের মধ্যে। ২০১৭ সালে মেট গালা অনুষ্ঠানে প্রথম দেখা হয় দুজনের মধ্যে, ২০১৮ সালের মে মাসে ডেটিং শুরু করেন এই তারকা দম্পতি।
২০১৭ সালে অস্কার আফটার পার্টিতে সকলের সামনে প্রিয়াঙ্কাকে প্রপোজ করেছিলেন নিক। তারপরেই শুরু হয় তাঁদের ভালোবাসার গল্প। আজ এক সন্তানের বাবা-মা তাঁরা।
আরও পড়ুন: ‘ও একেবারেই গিরগিটির মতো...’, ভিকির অভিনয় দেখে কেন এমন মন্তব্য ক্যাটরিনার?
উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে যোধপুরে ধুমধাম করে বিয়ে করেন প্রিয়াঙ্কা এবং নিক। হিন্দু এবং খ্রিস্টান মতে বিয়ে করেন তাঁরা। ২০২২ সালের স্যারোগেসির মাধ্যমে মালতিকে জন্ম দেন প্রিয়াঙ্কা।