দেশ ছেড়ে একসময় পশ্চিমের দেশে কাজ খুঁজতে গিয়েছিলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে অবশ্য তিনি মার্কিন মুলুকে প্রতিষ্ঠিত অভিনেত্রী। মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করে তিনি মার্কিন মুলুকের পাকাপাকি বাসিন্দাও বটে। তবে এই মুহূর্তে এদেশেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। রুশো ব্রাদার্সের স্পাই ওয়েব সিরিজ 'সিটাডেল'-এ দেখা যাবে পিগি চপসকে। আর তারই প্রচারে আপাতত দেশেই রয়েছেন প্রিয়াঙ্কা। যেখানে রিচার্ড ম্যাডেনের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
দীর্ঘদিন বিদেশে থাকলেও দেশীয় সংস্কৃতি, মূল্যবোধকে এখনও হৃদয়ে আঁকড়ে রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি IANS-কে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমার সর্বপ্রথম পরিচয় হল আমি একজন ভারতীয়। আমি বিশ্বের যে প্রান্তেই যাই না কেন, সর্বপ্রথম আমার পরিচয় ভারতীয় হিসাবেই গণ্য করা হয়। তারপর বাকি আর যা কিছু। আমি এমন একটা দেশে জন্মেছি, যেখানকার প্রাচীন সভ্যতা সংস্কৃতি নিয়ে আমার গর্ব হয়। এখানে নানান ধর্ম, নানান জাতির মানুষ একসঙ্গে থাকেন।’
আরও পড়ুন-জীবনের প্রথম নায়ক সলমনের সঙ্গে দেখা হয়? স্নেহা বললে, 'আমি ভীষণই অসামাজিক…'
আরও পড়ুন-'সিটাডেল'-এ রিচার্ড ম্যাডেনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুটিং, মুখ খুললেন প্রিয়াঙ্কা

'সিটাডেল'
প্রিয়াঙ্কার কথায়, ভারতীয়দের আতিথিয়েত সারা বিশ্বের দরবারে সমাদৃত। তিনি বলেন, 'সারা বিশ্ব জানে যে ভারতীয় আতিথেয়তার কথা এবং এখানকার মানুষের 'অতিথি দেবো ভব'-এর অনুভূতির কথা, যার কাছাকাছি আর কিছুই আসতে পারে না৷ আর এই মূল্যবোধই আমি হৃদয়ে সঞ্চিত রেখেছি। দৈনন্দিন জীবনে আমি তা পালনও করি। দেশি গার্লের কথায়, মার্কিন প্রতিভার সমুদ্রে আমি একজন ভারতীয়। আমি উদ্দশ্যে ভারতের হয়েই প্রতিনিধিত্ব করা। দক্ষিণ এশিয়ার প্রচুর মানুষ বহুদিন ধরে পশ্চিমে কাজ করছেন, তবে কোনও কারণে কোনও প্রকল্পে শিরোনামে আসার সুযোগ তাঁদের দেওয়া হয়নি। তাই আমি যখন পশ্চিমে কাজ শুরু করি, তখন আমার একটাই লক্ষ্য ছিল, পশ্চিমে নিজের সম্প্রদায়কে পরিচিত করা। আমার লক্ষ্য ছিল সাউথ এশিয়ার যাঁরা হলিউডের প্রোজেক্টে কাজ করছেন, তাঁরাও যেন শিরোনামে আসেন, পোস্টারে তাঁদেকও যেন ছবি থাকে।'
নিজের ওয়েব সিরিজ 'সিটাডেল' প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘প্রথম এপিসোডগুলি বেশ আকর্ষণীয়। বিশেষত ট্রেনের দৃশ্যে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। যেখাবে বিস্ফোরণের দৃশ্যও রয়েছে। সেই বিস্ফোরণে প্রচুর মানুষ মারা যাবে, আর সেখানে আমাকে ও রিচার্ডকে দেখা যাবে।’ প্রসঙ্গত আগামী ২৮ এপ্রিল আমাজন প্রাইমে দেখা যাবে 'সিটাডেল'।