২০১৮ সালে ১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং হলিউড গায়ক নিক জোনাস। ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করতে গিয়ে সমালোচনার শিকার হতে হয়েছিল প্রিয়াঙ্কাকে, কিন্তু সেই সমস্ত সমালোচনাকে উপেক্ষা করে সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রিয়াঙ্কা এবং নিক।
২০১৮ থেকে ২০২৪, ছয় বছর সুখে সংসার করছেন নিক এবং প্রিয়াঙ্কা। ২০২২ সালের জানুয়ারি মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়াঙ্কা, সব মিলিয়ে বেশ সুখেই আছেন এই দম্পতি। এবার নিক এবং প্রিয়াঙ্কাকে দেখা গেল ৬ বছরের বিবাহবার্ষিকী উদযাপন করতে। সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হলো সেই ছবি।
আরও পড়ুন: গলায় গলায় ভাব দুই নেপো-কিডের! প্রিয় বান্ধবী অনন্যার ফিল্মফেয়ার জয়ে কী করলেন সুহানা?
নিউ ইয়র্ক সিটির মিডটাউন পাড়ায় দেখা গেল এই লাভবার্ড জুটিকে হাত ধরে হাঁটতে। গাড়িতে ওঠার আগে ক্যামেরার সামনে ছবিও তুলতে দেখা গেল অভিনেত্রীকে। ছবিতে প্রিয়াঙ্কাকে কখনও হেসে পোজ দিতে দেখা গেল কখনও আবার ভিকট্রি দেখালেন অভিনেত্রী।
নিউইয়র্ক সিটির একটি বিলাসবহুল রেস্তোরাঁয় বিবাহবার্ষিকী স্পেশাল ডিনার ডেট সারলেন প্রিয়াঙ্কা ও নিক। এই বিশেষ দিনে নিক পরেছিলেন একটি কালো রঙের জ্যাকেট, সঙ্গে কালো রঙের পোলো শার্ট এবং কালো রঙের প্যান্ট। অন্যদিকে প্রিয়াংকা বেছে নিয়েছিলেন একটি কালো রঙের মিনি ড্রেস, কালো স্টেটমেন্ট বুট এবং ওই একই রংয়ের জ্যাকেট।
পোশাকের সঙ্গে মানানসই একটি ছোট্ট কালো ব্যাগ বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা, সঙ্গে ছিল ডায়মন্ডের হার, দুল এবং ছোট্ট আংটি। নো মেকআপ লুকে প্রিয়াঙ্কাকে দেখতে লাগছিল অসাধারণ। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি ভাইরাল হতেই দম্পতিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে এক ভক্ত লিখেছেন, আপনাদের দুজনকে অসাধারণ দেখতে লাগছে। অন্য একজন আবার লিখেছে, চিরকালের মতোই সুন্দর দেখতে লাগছে আপনাকে। কেউ কেউ আবার প্রিয়াঙ্কাকে ‘হট’ বলেও অভিহিত করেছেন। অনেকে আবার এই জুটিকে ‘মেড ইন হেভেন’ বলেও বর্ণনা করেছেন।
আরও পড়ুন: কনসার্টে 'আগর তুম সাথ হো' গাইতে গাইতে অরিজিৎ গোলাপ উপহার দিলেন! কিন্তু কাকে?
আরও পড়ুন: শাঁখা-সিঁদুর পরে আইবুড়ো ভাত খেলেন শ্বেতা! প্রস্তুতি তুঙ্গে, রুবেলের সঙ্গে বিয়ে কবে?
প্রসঙ্গত, গতবছর ‘সিটাডেল’ নামক একটি ওয়েব সিরিজের অভিনয় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। ৬ এপিসোডের এই সিরিজটি ভীষণ জনপ্রিয় হয়। আগামী সিজনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছেন ভক্তরা। অ্যামাজন প্রাইম ভিডিয়োয় এই সিরিজটি দেখতে পাবেন আপনি। এছাড়া ‘জি লে যারা’ সিনেমায় অভিনয় করে ফের বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন প্রিয়াঙ্কা। তবে ফারহান আখতার পরিচালিত এই সিনেমাটি কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।