তাঁর উত্থান হয়েছিল মডেলিংয়ের হাত ধরে। তারপর বিশ্বজয় করে পা রাখেন বলিউডে। তাতেও সোনা ফলিয়েছেন। পেয়েছেন দারুণ সুখ্যাতি। তবে আপাতত সংসার, মেয়ে আর হলিউডের কাজ নিয়েই ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। তাঁকে আবার বলিউডে দেখার জন্য মুখিয়ে আছেন তাঁর অনুরাগীরা। এবার তাঁদের জন্য সুখবর শোনালেন দেশি গার্ল। জানালেন তিনি বলিউডে কামব্যাক করতে প্রস্তুত। কবে আবার দেখা যাবে হিন্দি ছবিতে?
বলিউডে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বলিউডের অন্যতম পরিচিত এবং প্রথম সারির অভিনেত্রী যে সেটা বলার অপেক্ষা রাখে না। এ হেন অভিনেত্রীকে শেষবার কোনও বলিউড প্রজেক্টে দেখা গিয়েছে সেটা ২০২১ সালে। সেই বছরই প্রিয়াঙ্কা রাজকুমার রাও এবং আদর্শ গৌরবের সঙ্গে দ্য হোয়াইট টাইগার ছবিতে কাজ করেছিলেন। তারপর এত বছর তাঁকে আর কোনও বলিউড প্রজেক্টে দেখা যায়নি। তবে এবার তিনি আবারও হিন্দি ছবি করতে চলেছেন বলেই জানালেন।
প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন। জেড্ডার সেই অনুষ্ঠানেই প্রিয়াঙ্কা জানালেন তিনি শীঘ্রই হয়তো একটি বলিউড প্রজেক্টে সাইন করবেন। তিনি তাঁর সেই বক্তব্যে বলেন, 'আমি আমার শিকড় ভুলি না, যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাই। এটা আমার শিক্ষা অঙ্গ। ভারত সবসময় আমার মনে থাকে। আমি প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আগামী বছরই আমি হয়তো একটা বলিউড ছবিতে কাজ করব। তাই সবাই প্রার্থনা করবেন যাতে সেই কাজটা হয়। আমি নাচ করাগুলো খুব মিস করি।'
আরও পড়ুন: শ্যুটিং চলাকালীন বড়সড় বিপদে অক্ষয়! দুর্ঘটনায় চোখে আঘাত পেলেন ‘খিলাড়ি’
প্রসঙ্গত চলতি বছরে প্রিয়াঙ্কা চোপড়া দুটো হলিউড প্রজেক্টের কাজ শেষ করেছেন। একদিকে আছে অ্যাকশন কমেডি ছবি হেডস অব স্টেট। আরেকদিকে আছে অ্যাকশন ড্রামা দ্য ব্লাফ। তার সঙ্গে বলিউডে ফেরার সুখবর। অভিনেত্রী অনুরাগীরা যে এখন দারুণ খুশি সেটা বলার অপেক্ষা রাখে না।