গত ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া এবং নীলম উপাধ্যায়। ভাইয়ের বিয়ে উপলক্ষে স্বামী সন্তান নিয়ে মুম্বইয়ে নিজের বাসভবনে এসেছেন প্রিয়াঙ্কা। বিয়ে বাড়িতে চুটিয়ে আনন্দ করতে দেখা যায় নিককেও।
বিয়ের পর আবার শ্যালকের বিয়ে উপলক্ষে ভারতে বেশ অনেকদিনের জন্য এলেন নিক। নিককে পেয়ে যেমন ভীষণ খুশি ভক্তরা তেমন নিকও ভারতে এসে আপ্লুত। বিবাহ অনুষ্ঠানে নাচ গান করে একেবারে আসর মাতিয়ে রেখেছিলেন তিনি।
আরও পড়ুন: 'এখানকার পরিবেশ এত পবিত্র', স্ত্রী পত্রলেখার সঙ্গে মহাকুম্ভে রাজকুমার, ত্রিবেণী সঙ্গমে সারলেন পুণ্যস্নান
সিদ্ধার্থের বিয়ের দিন একেবারে রাজপুত্র সাজে সেজেছিলেন নিক। একটি সাদা রঙের পাজামা পাঞ্জাবি এবং মাথায় সাদা রঙের পাগড়ি পরে নিককে দেখতে কোনও রাজপুত্রের থেকে কম লাগছিল না।
সঙ্গীতের দিন স্ত্রীর সঙ্গে ম্যাচিং করে পোশাক পরতে দেখা যায় নিককে। প্রিয়াঙ্কা পরেছিলেন একটি বেগুনি রঙের শাড়ি এবং নিক পরেছিলেন বেগুনি রঙের ভেলভেটেড ব্লেজার। পাপারাৎজিদের সামনে পোজ দিয়ে ছবিও তুলেছেন তিনি।
স্ত্রীর সঙ্গে ছবি শিকারীদের সামনে পোজ দেওয়ার সময় এক পাপারাৎজি নিককে ‘নিকু’ বলে সম্বোধন করে ওঠেন। স্বামীর এই ডাক নাম শুনে হাসিতে ফেটে পড়েন প্রিয়াঙ্কা। নিকও জিজ্ঞেস খুশি হয়েছেন তা তাঁর মুখের হাসি দেখেই বোঝা যায়।
তবে এই প্রথমবার নয়, এর আগেও নিজের একটি নিক নাম দিতে দেখা যায় পাপারাৎজিদের। বিবিসি এশিয়া নেটওয়ার্ক ব্রেকফাস্ট শোয়ে যখন পাপারাৎজিদের সামনে যান নিক, তখন এক ছবি শিকারী নিককে ‘নিকুওয়া’ বলে সম্বোধন করেন।
আরও পড়ুন: শ্রেয়া ঘোষাল থেকে সোনু নিগম, কৈলাশ খেরদের ভক্তিগীতির অনুপ্রেরণা কী? দেখে নিন
আরও পড়ুন: ‘নাক উঁচু' কটাক্ষে জেরবার জয়া, ওদিকে খুদে প্রতিযোগির জুতোর ফিতে বেঁধে মন জিতলেন বর অমিতাভ
নিক যে এই সম্বোধনগুলি বেশ সাদরে গ্রহণ করেন তা তিনি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন। নিক বলেছিলেন, হ্যাঁ আমি এটা শুনেছি। আমার বেশ ভালো লাগে এই নামগুলো শুনতে। ভারতকে আমি ভীষণ ভালোবাসি। মহামারীর জন্য বেশ কয়েক বছর আসা হয়নি এখানে, তবে আমার এখানে এলে ভীষণ ভালো লাগে।