অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাঁর স্বামী-গায়ক নিক জোনাসের জোনাস কনের সাউন্ড চেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই জুটির বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবি প্রকাশ্যে এসেছে। তাঁরা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নিক জোনাসের ভাই কেভিন জোনাস, তাঁর স্ত্রী ড্যানিয়েল জোনাস এবং জো জোনাস।
আরও পড়ুন: সামনে সুশান্তের মামলার রিপোর্ট, রিয়ার কাছে সকলকে ক্ষমা চাইতে বললেন দিয়া মির্জা!
একটি ছবিতে নিক ও প্রিয়াঙ্কাকে হাত ধরাধরি করে অনুষ্ঠানস্থলে আসতে দেখা গিয়েছে। কেভিন, নিক ও জোকেও একটি ছবিতে দেখা গিয়েছে। একটি ভিডিয়োয় অনুষ্ঠানে আসার সময় নিককে তাঁর ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা গিয়েছে। ভিডিয়োয় নিকের পরনে ছিল সাদা টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ম্যাচিং প্যান্ট ও জুতো। প্রিয়াঙ্কা ডেনিম জ্যাকেট, প্যান্ট ও একটি সাদা টপ পরেছিলেন।
একটি ভিডিয়োয় দেখা যায়, জোনাস ব্রাদার্সের মঞ্চে গান গাওয়ার সময় এক কোণে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা। নিক মঞ্চে পারফর্ম করার সময় তাঁকে গান গাইতে এবং নাচ করতেও দেখা গিয়েছে। অন্য একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নিক, কেভিন ও জোর সঙ্গে মঞ্চে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা ও ড্যানিয়েল। ভিডিয়োয় প্রিয়াঙ্কাকে নিককে চুমুও খেতে দেখা গিয়েছে। তারা এঁকে অপরকে জড়িয়েও ধরেছিলেন। কেভিন এবং নিককে নিউ জার্সি হল অফ ফেমে সম্মানিত করা হয়েছিল।
সম্প্রতি হাডসন থিয়েটারে নিকের ব্রডওয়ে মিউজিক্যাল 'দ্য লাস্ট ফাইভ ইয়ারস'-এ হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছিলেন। পাশাপাশি এই অনুষ্ঠান সম্পর্কে তাঁর চিন্তাভাবনাও শেয়ার করেছিলেন নায়িকা।
আরও পড়ুন: ‘দিদির বগলে কীসের দাগ?’, ফ্যাশনেবল পোশাক পরেও ট্রোলে অনুরাধা, কটাক্ষ নেটিজেনদের
তিনি লেখেন, ‘গত রাতে যা দেখলাম, তার থেকে এখনও বের হতে পারছি না। এই শোটা এত বিশেষ যে বলে বোঝানোর মতো নয়। ওঁরা দু’জনই এত প্রতিভাবান। আর কে কে প্রিভিউ দেখেছেন? @thelastfiveyears অন #broadway'। নিক পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। একটি হার্ট ইমোজি কমেন্টও করেছিলেন।
কাজের সূত্রে, প্রিয়াঙ্কার ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে 'হেডস অফ স্টেট' ছবিতে অভিনয় করবেন। 'দ্য ব্লাফ'-এ উনিশ শতকের এক ক্যারিবিয়ান জলদস্যুর চরিত্রে অভিনয় করবেন তিনি। ভক্তরা প্রিয়াঙ্কাকে বহুল প্রত্যাশিত ওয়েব সিরিজ ‘সিটাডেল ২’-তেও দেখতে পাবেন।