প্রিয়াঙ্কা চোপড়ার লেটেস্ট লুকে শুধুই শিল্পের ছোঁয়া। শর্ট ট্রিপে মুম্বইয়ে হাজির হয়েছেন প্রিয়াঙ্কা। শুক্রবার তিনি হাজির ছিলেন মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়ার প্রযোজনায় তৈরি মারাঠি ছবি ‘পানি’-র স্ক্রিনিংয়ে। সেসময় তাঁর পরনে ছিল একটা বডি-হাগিং রূপোলি গাউন। সেটা পরেই খানিকটা স্বর্গ থেকে নেমে আসা অপ্সরার মতোই সুন্দর দেখাচ্ছিল প্রিয়াঙ্কাকে।
তরুণ তাহিলিয়ানি গাউনে প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কার ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সকলকে মুগ্ধ করেছে। আর পানির স্ক্রিনিংয়ে প্রিয়াঙ্কার পোশাক সকলের নজর কাড়ে। এদিন তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা এই অপূর্ব পোশাকে দেখা যায় প্রিয়াঙ্কাকে। তাঁকে দেখতে এককথায় অপ্সরার মতো লাগছিল। রূপালী এবং সাদা গাউনটি ছিল সিকুইন এবং ক্রিস্টাল দিয়ে সুসজ্জিত।
প্রিয়াঙ্কার পোশাকের বিশেষত্ব
প্রিয়াঙ্কা পরেছিলেন লম্বা একটা স্কার্ট, যা দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল তিনি কোনও শাড়ি পরেছেন। ঝলমলে এই স্কার্ট থেকে চোখ ফেরানো দায় ছিল। পোশাকের সঙ্গে পরেছিলেন একটা হুপ কানের দুল এবং একজোড়া হিরের চুড়ি। যদিও এধরনের পোশাকের সঙ্গে খুব বেশি গয়নার প্রয়োজন ছিল না।
নেটিজেনদের প্রতিক্রিয়া
শনিবার, প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে তাঁর বেশ কয়েকটি লুকের ছবি শেয়ার করেছেন। প্রিয়াঙ্কার এই পোস্টে একজন লেখেন, ‘নিক জোনাস আপনার বাড়ি ফেরার ফ্লাইটের অপেক্ষায় রয়েছেন।’ অপর একজন লেখেন‘দেবী’। কারোর মন্তব্য,‘আপনার এই অপরূপ লুক আমাদের প্রাণ নেবে।’
প্রিয়াঙ্কা ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে মার্কিন পপ গায়ক নিক জোনাসকে বিয়ে করে সেখানেই পাকাপাকিভাবে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এই জুটি। তাঁদের এক মেয়েও রয়েছে। নাম মালতি মেরি চোপড়া জোনাস। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় মালতির। অপরদিকে, কেরিয়ারের ক্ষেত্রে সম্প্রতি পরিচালক ফ্রাঙ্ক-ই ফ্লাওয়ারের'দ্য ব্লাফ'-এর শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে একটা পোস্টের মাধ্যমে নিজেই সেই খবরটি জানিয়েছিলেন পিগি চপস।এছাড়াও প্রিয়াঙ্কাকে শীঘ্রই আমেরিকান সিরিজ সিটাডেলের দ্বিতীয় সিজনে দেখা যাবে। বর্তমানে তিনি সেটারই শ্যুটিং করছেন।