৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে সাহসী পোশাকে নজড় কেড়েছেন প্রিয়াঙ্কা চপস। ব়ালফ অ্যান্ড রুশো সাদা গাউনে প্রিয়াঙ্কার বোল্ড লুকের প্রশংসা করেছেন অনেকেই তবে সমালোচকের সংখ্যাও নেহাত কম নয়। নাভি পর্যন্ত কাটা নেকলাইন, প্রায় উন্মুক্ত বক্ষযুগল-দেহের উর্দ্ধাংশের অধিকাংশটাই খোলা,তাই নেটিজেনদের ট্রোলের মুখেও পড়তে হল দেশি গার্লকে।
প্রিয়াঙ্কার এই সুপার সেক্সি লুক দেখে অনেকেই বলেছেন এতটুকুই বা রাখার কি দরকার ছিল? যদিও ট্রোলারদের এইসব বাঁকা কথার কোনও জবাব দেননি প্রিয়াঙ্কা।
কিন্তু প্রিয়াঙ্কার হয়ে ট্রোলের যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি এবং কানাডীয় টেলিভিশন তারকা কেইটলেন ব্রিসটো। শুধু আম জনতাই প্রিয়াঙ্কার লুকের সমালোচনা করেছেন এমনটা ভাবলে আপনি ভুল করবেন। ডিজাইনার ওয়েন্ডেল রোডরিকস প্রিয়াঙ্কার গ্র্যামির লুক প্রসঙ্গে ইন্সটাগ্রামে জানান,' গ্র্যামি ২০২০-র মঞ্চে প্রিয়াঙ্কা বাজিমাত করেছে’। রালফ অ্যান্ড রুশোর কোচার ফ্রিংড গাউনে সত্যি বোল্ড এবং সুন্দরী লাগছে। ড্রেসের নেকলাইন এলএ(লস অ্যাঞ্জেলস) থেকে কিউবা পর্যন্ত বিস্তৃত’।
ডিজাইনারের এই শ্লেষমাখা মন্তব্য ভালোভাবে নেন নি অভিনেত্রী সুচিত্রা। তিনি দীর্ঘ ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, ওয়েন্ডেল রোডরিকসর ইন্সটাগ্রাম পোস্ট দেখে মন খারপা, ওনার কাজ আমি এমনিতে পছন্দ করি। সবচেয়ে বড় কথা হল এই ছবিতে দেখুন প্রিয়াঙ্কা নিজের পেট ঢাকার চেষ্টা করছে না ওর ক্লাচটি দিয়ে, সেটাই সবচেয়ে সুন্দর ব্যাপার এই ছবিটার। এটাই ওকে সবার থেকে আলাদা করে, ও রকস্টার। প্রিয়াঙ্কার এই আত্মবিশ্বাসটাই ওকে হাজার নারীর অনুপ্রেরণা বানিয়েছে’।
কেইটলেন ব্রিসটো পিপলস ম্যাগাজিনের সোশ্যাল মিডিয়া পোস্টে জোনাস ব্রাদার্সের তিন পত্নীর লুক জানিয়েছেন, টসুন্দরী এবং শক্তিশালী নারীরা, ন্যক্কারজনক মন্তব্য যাঁরা করছেন তাঁরা বিশ্রী ’।
কেউ কেউ আবার প্রিয়াঙ্কাকে কপি ক্যাট বলেও কটাক্ষ করেছেন। অনেকেই প্রিয়াঙ্কার এই পোশাকের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন জেনিফার লোপেজের আইকোনিক গ্র্যামি লুকের। তাদের মতে চেষ্টা করলেও প্রিয়াঙ্কার জেলোর মতো সুন্দর ফিগার নেই-তাই প্রিয়াঙ্কাকে এই পোশাকে কুরুচিপূর্ন লাগছে।
রবিবার লস অ্যাঞ্জেলসের স্ট্যাপলেস সেন্টারে বসেছিল ৬২তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর। সপরিবারে এদিন গ্র্যামির মঞ্চে যোগ দেন নিয়াঙ্কা। হাজির ছিলেন নিকের দুই দাদা কেভিন জোনাস, জো জোনাস এবং তাঁদের স্ত্রী ড্যানিয়েল্লে জোনাস ও সোফি টার্নার।