প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এখন মুম্বইয়ে। শুক্রবারই মহাসমারোহে বিয়েটা করেছেন সিদ্ধার্থ চোপড়া আর নীলম উপাধ্যায়। তবে ওই যে বিয়ের উদযাপন কি এত সহজে শেষ হয়! ভাইয়ের বাড়িতে শনিবারও হাজির দিদি। পাপারাজ্জিদের জন্য পোজ দিলেন জুটিতে।
পাপ্ররাজ্জিদের শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা-নিক
নবদম্পতির সঙ্গে দেখা করতে সিদ্ধার্থের বাড়িতে পৌঁছনোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে অনলাইনে। এদিনও এথনিক পোশাকই বেছে নেন তাঁরা। প্রিয়াঙ্কা একটি সিল্কের মিন্ট গ্রিন কুর্তা পরেছিলেন, নিকের গায়ে ছিল হালকা সবুজ রঙের পাঞ্জাবি।
একেবারে হাতে হাত রেখে ভাইয়ের বাড়িতে গিয়ে ঢোকেন তাঁরা। যদিও ফেলতে পারেননি পাপারাজ্জিদের ডাকাডাকি। নিক এবং প্রিয়াঙ্কাকে গাড়ি থেকে নামার সময় পাপারাজ্জিদের দিকে হাত নাড়তে দেখা যায়। আর বরাবরের মতোই মুখে ছিল চওড়া হাসি। সকলকে নমস্কারও করেন দেশি গার্ল।
আপাতত এই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। একজন মন্তব্য করেন, ‘বাহ! কী মিষ্টি করে হাসল’। দ্বিতীয়জন লেখেন, ‘নিক-প্রিয়াঙ্কা দুজনের ব্যবহারই ভীষণ মার্জিত।’ তৃতীয়জন লেখেন, ‘বিদেশি জামাইবাবু কিন্ত দারুণ, সুপার ডুপার হিট পুরো বিয়েতে।’
গত ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে নীলম উপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ। নীতা আম্বানি এবং শ্লোকা আম্বানিও বিয়েতে উপস্থিত ছিলেন। এই বিয়েতে জমিয়ে যোগদান করেন নিক জোনাস ও তাঁদের কন্যা মালতী মেরি চোপড়া জোনাস। মামার বিয়েতে মায়ের সঙ্গে ম্যাচিং লেহেঙ্গা পরে ছোট্ট মালতি। এমনকী, হাত ভরে মেহেন্দি পরতেও দেখা যায় তাঁকে।
সিদ্ধার্থের রিসেপশন পার্টিও রাখা হয়েছিল শুক্রবারে। আর নিককে শালাবাবুর জন্য গান গাইতেও দেখা যায়। ‘মান মেরি জান’ গেয়ে শোনান নিক উপস্থিত সকলকে, এবং অবশ্যই নব দম্পতিকে।
প্রিয়াঙ্কা চোপড়ার আসন্ন কাজ
খবর রয়েছে প্রিয়াঙ্কাকে এসএসএমবি ২৯-এ মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে। যদিও অভিনেত্রী এখনও এই খবরের সিলমোহর দেননি। তবে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি এরকমই ইঙ্গিত করেছে। যখন তিনি এই সিনেমার টিমের সঙ্গে এক মন্দিরে পুজো দিতে যান। সেই ছবি পোস্ট করে আবার জীবনের ‘নতুন অধ্যায় শুরুর’ কথাও বলেন।
এছাড়া 'সিটাডেল'-এর দ্বিতীয় সিজন এবং আমেরিকান ছবি 'হেডস অফ স্টেট'-এও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।