বাংলা নিউজ > বায়োস্কোপ > 'আমাকে খুঁজে নেওয়ার জন্য ধন্যবাদ' বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট

'আমাকে খুঁজে নেওয়ার জন্য ধন্যবাদ' বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কার আবেগঘন পোস্ট

দেখতে দেখতে একসঙ্গে পথচলার একবছর

বিয়ের বর্ষপূর্তিতে ভক্তদের সঙ্গে তাঁদের গ্র্যান্ড বিয়ের আসরের বেশ কিছু না-দেখা ছবি ভাগ করে নিলেন নিক-প্রিয়াঙ্কা ।
  • নিকের প্রতি নিজের ভালোবাসার কথা জাহির করে প্রেমমাখা ইন্সটাগ্রাম পোস্ট অভিনেত্রীর, নিয়াঙ্কাকে শুভেচ্ছা জানালেন তাঁদের অনুরাগীরা।
  • রবিবার, তাঁদের প্রথম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস । বিয়ের বর্ষপূর্তিতে ভক্তদের সঙ্গে তাঁদের গ্র্যান্ড বিয়ের আসরের বেশ কিছু না-দেখা ছবি ভাগ করেনিলেন নিয়াঙ্কা ।

    এদিন মিসেস জোনাসের ইন্সটাগ্রামের দেওয়ালে দেখা মিলল একগুচ্ছ রোম্যান্টিক ছবি।প্রথম ছবিটিতেই দেখা গেল বিয়ের মন্ডপে নিক এবং প্রিয়াঙ্কা একে অপরের হাত ধরে রয়েছেন । যোধপুরের উমেদ ভবনে গত বছর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছিলেন নিয়াঙ্কা । পাঞ্জাবি এবং খ্রিস্টান দুই রীতিতেই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন এই জুটি ।



    নিকের প্রতি নিজের ভালোবাসার কথা জাহির করে প্রিয়াঙ্কা লিখেছেন, আমার শপথ, সেদিন..আজ.. আজীবন । তুমি আমার খুশি, ভালোবাসা, সমতা, উচ্ছ্বাস, আবেগ । আমাকে খুঁজে নেওয়ার জন্য ধন্যবাদ । প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা, নিক।

    এই বিশেষ দিনটায় ভালোবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দেওয়ার জন্য অনুরাগী এবং বন্ধুদেরও ধন্যবাদ জানিয়েছেন পিগি চপস। ইন্সটাগ্রামের দেওয়ালে এই ছবি পোস্ট করার মুহুর্তের মধ্যে তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় ।

    প্রিয়াঙ্কার পাশাপাশি নিকও তাঁদের বিয়ের একটি ছবি পোস্ট করে স্ত্রীর উদ্দেশে লিখেছেন, 'আজ থেকে ঠিক এক বছর আগে আমরা বলেছিলাম সারাজীবন.. তোমার সঙ্গে কাটানোর জন্য সারাজীবনটাও বোধহয় কম পড়বে । আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি প্রিয়াঙ্কা, শুভ বিবাহবার্ষিকী’।

    প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়াও এই জুটির জন্য একটি মজাদার পোস্ট করেছেন ইন্সটাগ্রামের দেওয়ালে। যেখানে ২০১৭ সালের মেট গালা এবং তাঁদের বিয়ের একটি ছবি রয়েছে ।



    মেট গালার আসরেই প্রথমবার নিকের সঙ্গে পরিচয় হয়েছিল প্রিয়াঙ্কার । এরপর বন্ধুত্ব থেকে প্রেমের রাস্তা অবধি পৌঁছতে বেশি সময় লাগান নি নিয়াঙ্কা । তারপরই চটজলদি এনগেজমেন্ট সেরে ফেলেন এই জুটি । গত বছর জুলাই মাসে প্রিয়াঙ্কার জন্মদিনে, নিক নায়িকার সামনে বিয়ের প্রস্তাব রেখেছিলেন। এরপর অগস্টে মুম্বইয়ে প্রিয়াঙ্কার বাড়িতেআনুষ্ঠানিকভাবে বাগদান পর্ব সারেন নিয়াঙ্কা। তারপর ধুমধাম করে ডিসেম্বরের ডেস্টিনেশন ওয়েডিং ।

    আপতত প্রিয়াঙ্কা ব্যস্ত নেটফিক্সের ছবি ‘দ্য হোয়াইট টাইগার’ নিয়ে, অন্যদিকে নিক ব্যস্ত রয়েছেন গোটা বিশ্বজুড়ে ‘হ্যাপিনেস বিগনস ট্যুর’ নিয়ে ।



    বন্ধ করুন