মাতৃদিবসের দিন মা মধু চোপড়া, শাশুড়ি মা ডেনিস জোনাস এবং মালতী মেরি জোনাস চোপড়ার সঙ্গে ইনস্টাগ্রামের পাতায় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মা এবং সন্তানকে নিয়ে এই বিশেষ দিনে আবেগে ভরা একটি নোট শেয়ার করেছেন ইনস্টাগ্রামের পাতায়। মালতীর জন্য বিশেষ উল্লেখ করে, মাতৃত্ব গ্রহণের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
প্রথম ছবিতে মেয়ে মালতীকে কোলে নিয়ে বিছানায় মা মধু চোপড়ার পাশে শুয়ে প্রিয়াঙ্কা। পরেরটিতে একটি রেস্তোরাঁয় মা-মেয়ের সঙ্গে ডেনিস জোনাস একই টেবিলে বলে খাচ্ছেন। প্রথমটিতে ছোট্টটির মুখটি বেশ দৃশ্যমান, অন্য ছবিতে মুখটি অস্পষ্ট। আরও পড়ুন: রূপকথার গল্পের মতো, রাঘব-পরিণীতির বাগদানের অন্দরের ঝলক দেখুন
ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘নিজেকে অনেক ভাগ্যমান মনে হয় সবসময় মায়ের ভালোবাসায় জড়িয়ে থাকতে পেরেছি তাই। আমার মা আমার পরিচিত সবচেয়ে শক্তিশালী মহিলা। তাঁর মাও একই রকম ছিলেন। আমি যোদ্ধা নারীদের একটি বংশ থেকে এসেছি এবং তাঁদের অনেকের হাতে বেড়ে ওঠার জন্য আমি ধন্য। আমার মা, পিসিরা, আমার বড় মা। ধন্যবাদ মা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি আরও কৃতজ্ঞ তোমাকে পেয়ে’।
অভিনেত্রী আরও লেখেন, ‘সকল মায়েদের উদ্দেশ্যে.. যাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি বা যাদের আমি চিনি না.. তোমরা সকলে সুপারহিরো। একজন নতুন মা হিসেবে আমার সেই সমস্ত লালনপালনের প্রতি অনেক শ্রদ্ধা আছে যারা পরবর্তী প্রজন্মের জন্য নিজেদের উৎসর্গ করেন। কৃতজ্ঞতা। এছাড়াও অনন্য পুত্র লালনপালনের জন্য এবং আপনি আমাদের পরিবারকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ডেনিসকে ধন্যবাদ। আমি আশীর্বাদধন্য’।
অবশেষে অভিনেত্রী যোগ করেছেন, ‘আর… আমি তোমাকে ভালোবাসি মালতী মেরি.. আমাকে মা বানানোর জন্য ধন্যবাদ। এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান যে তুমি আমাকে বেছে নিয়েছ’। ছবিটিতে ভালোবাসা এবং প্রতিক্রিয়া জানিয়েছেন রাজকুমার রাও, আলি ফজল, অনুষা দান্ডেকর, নাতাশা পুনাওয়ালার মতো সেলিব্রিটিরা।
অন্যদিকে, মাতৃদিবসের দিন শুভেচ্ছা জানিয়ে স্ত্রী প্রিয়াঙ্কা এবং মেয়ে মালতী মেরির একটি মিষ্টি ছবি এবং ভিডিয়ো নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন নিক জোনাস। তিনি লেখেন, ‘শুভ মাতৃদিবস আমার ভালোবাসা। তুমি অসাধারণ এক মা। তুমি প্রতিদিন আমার এবং MM-এর জগতকে আলোয় ভরিয়ে তোলো’।