বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বিয়ে করবে আমাকে?’, ‘৩০০’ ছবি খ্যাত হলি-তারকার প্রস্তাব ফিরিয়েছিলেন প্রিয়াঙ্কা

‘বিয়ে করবে আমাকে?’, ‘৩০০’ ছবি খ্যাত হলি-তারকার প্রস্তাব ফিরিয়েছিলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া এবং হলিউড তারকা জেরাল্ড বাটলার।

বলিপাড়ার পাশাপাশি হলিউডেও প্রিয়াঙ্কার একাধিক সহ-অভিনেতা তাঁর উদ্দেশে নিজের ভালোবাসা ও ভালো লাগার কথা ব্যক্ত করেছেন।

বলিউডে তো বটেই হলিউডেও প্রিয়াঙ্কা চোপড়ার ভক্তের সংখ্যা নজরকাড়া। বলিপাড়ার পাশাপাশি হলিউডেও প্রিয়াঙ্কার একাধিক সহ-অভিনেতা তাঁর উদ্দেশে নিজের ভালোবাসা ও ভালো লাগার কথা ব্যক্ত করেছেন। তবে এই তালিকায় যে '৩০০' ছবি খ্যাত জনপ্রিয় হলিউড-তারকা জেরাল্ড বাটলার-ও রয়েছেন, সেকথা কি জানতেন?

আজ্ঞে হ্যাঁ, প্রেমের প্রস্তাব শুধু নয়, 'পিগি চপস'-কে একেবারে সোজা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জেরাল্ড বাটলার! কিন্তু তা নাকচ করে দিয়েছিলেন 'বেওয়াচ' ছবির নায়িকা। খুলেই বলা যাক গোটা বিষয়টি। ২০০৯ সালে মুম্বই সফরে এসেছিলেন জেরাল্ড। সেই উপলক্ষে নিজের বাড়িতেই তাঁর জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন 'দেশি গার্ল'। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী সেই পার্টি এবং প্রিয়াঙ্কার আতিথেয়তা দেখে যারপরনাই না মুগ্ধ হয়ে গিয়েছিলেন হলিউড-অভিনেতা। প্রিয়াঙ্কাকে তাঁর এতটাই ভালো লেগে যায় যে পার্টিতে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর প্রিয়াঙ্কাকে নিজের ভালোলাগার কথা জানাতে শুরু করেন তিনি। বিয়ের প্রস্তাবও দেন একাধিকবার। তবে পুরোটাই মজার ছলে। জেরাল্ড-এর মুখে এই কথা শোনামাত্রই হেসে উড়িয়ে দিতেন বলি-সুন্দরী।

পরবর্তী সময়ে ২০১২ সালে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার ব্যাপারে নিজের অনুরাগ ব্যক্ত করেছিলেন জেরাল্ড। জানিয়েছিলেন ক্যালিফোর্নিয়ার ম্যালিবু অঞ্চলে তিনি থাকেন। সেখানেই এক পার্টিতে প্রিয়াঙ্কার আসার খবর পেয়েছিলেন তিনি। অথচ তখন এক বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য ম্যালিবু ছেড়ে রওনা দিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গে মজা করেই '৩০০' ছবির নায়ক জানিয়েছিলেন, 'ভীষণ ইচ্ছা করছিল প্রিয়াঙ্ককে দেখতে। এতটাই যে একবার মনে হয়েছিল ধুর ফ্লাইটটাই মিস করে যাই। পরস্পরকে যদিও অনেকদিন আমরা দেখিনি, তবে আমাদের মধ্যে কিন্তু দারুণ যোগাযোগ রয়েছে।'

একধাপ এগিয়ে হালকা চালে জেরাল্ড বলে উঠেছিলেন, ' আজ অবধি আমি কেন বিয়ে করিনি জানেন? কারণ, আজও প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করে রয়েছি আমি।'

বন্ধ করুন