কেরিয়ারের শুরু হয়েছিল মডেলিং দিয়ে। তারপর স্টার কিডদের ভিড়ে বলিউডে নিজের জায়গা করে নেন। একটা সময় হলিউড পাড়ি দেন। তৈরি করেন নিজের জায়গা। আজ তিনি আন্তর্জাতিক তারকা। কার কথা বলছি? প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু জানেন কি একটা সময় দেশি গার্লকে হতে হয় কাস্টিং কাউচের শিকার। শুধু তাই নয় তিনি বলিউডের কালো দিক প্রকাশ্যে এনে জানান এখানে খালি মহিলা নয়, পুরুষদেরও হতে হয় যৌন হেনস্থার শিকার।
আরও পড়ুন: স্কাই ফোর্সের ঝড়ো ব্যাটিং অব্যাহত! ৭ দিনে কত আয় করল অক্ষয়ের ছবি? কী হাল কঙ্গনার ইমারজেন্সির?
আরও পড়ুন: রুক্মিণীর বিনোদিনীকে 'ঠেকাতে' ইচ্ছে করে পাল্টা বিনোদিনী ঘোষণা করেছেন সৃজিত? বোমা ফাটালেন কুণাল
কী জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া নিজের অভিজ্ঞতা সম্পর্কে?
অতীতে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন তিনি যৌন হেনস্থার শিকার না হলেও বলিউডে ক্ষমতার অপব্যবহারের সম্মুখীন হয়েছেন। তিনি সেই বিষয়ে জানান, 'আমি খুবই উদ্ধত। লোকজন আমায় একটু ভয় পায় বইকি। আমি যখন কোথাও প্রবেশ করি চেষ্টা করি কেউ যেন আর সেখানে খাপ না খুলতে পারে। হ্যাঁ, আমাকেও একটা সময় ছবি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ কেউ একজন অন্য কাউকে রেকমেন্ড করেছিল। আমি একটা ছবিতে সাইন করার পর তাঁর প্রেমিকাকে রেকমেন্ড করা হয়। সেটা তো ক্ষমতার অপব্যবহারই। সে প্রেমিকা অভিনেতার হোক বা পরিচালকের।' প্রিয়াঙ্কা আরও জানিয়েছিলেন তাঁর সেই পরিস্থিতিতে কিছু করার ছিল না।
পুরুষরাও কাস্টিং কাউচের শিকার হন
প্রিয়াঙ্কা চোপড়া সেখানেই জানিয়েছিলেন যে খালি মহিলারা নন, পুরুষরাও কাস্টিং কাউচের শিকার হন। তিনি এই বিষয়ে জানিয়েছিলেন, 'নিম্নমানের এই মানুষগুলো যাঁরা সদ্য সদ্য এসেছে তাঁদের সুবিধা নিতে চান। বড় পরিচালক, প্রযোজকরা কখনই এমন কাজ করেন না। আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমি সবসময়ই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি।'
আরও পড়ুন: বাংলাদেশি শরিফুলই সইফের উপর হামলা চালিয়েছে, ফরেনসিক রিপোর্ট দেখে নিশ্চিত মুম্বই পুলিশ!
আরও পড়ুন: সরস্বতী পুজোর আগে ফের ছক্কা লাফটারসেনের! মজার ছলে শিল্প পেশা নিয়ে সমাজের মুখোশ ছিঁড়তেই বাহবা নেটপাড়ার