তামিল ছবি ‘থামিজান’ (২০০২) দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একই বছর বলিউডেও পা রাখেন দেশি গার্ল। হিরো দ্য স্টোরি অফ অ্যা স্পাই, আন্দাজ এবং প্ল্যানের মতো ছবিতে কাজ করেছেন তিনি। এরপর বলিউড দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন অভিনেত্রী। একাধিক হিট ছবি এবং আইটেম নাম্বার উপহার দিয়েছেন।
২০১৫ সালে আমেরিকান সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে পদার্পণ। এরপর একাধিক আমেরিকান সিরিজে কাজ করেছেন অভিনেত্রী। গায়ের রং শ্যামলা বর্ণের হওয়ায় ইন্ডাস্ট্রিতে শুরুর দিনগুলিতে নানা কটাক্ষের শিকার হয়েছেন।
বিবিসিকে দেওয়া সম্প্রতি সাক্ষাৎকারে বলিউডে বর্ণবৈষম্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, 'আমাকে কালো বিড়াল, শ্যামলা বলে ডাকা হত। আমি বলতে চাই, এমন একটি দেশে 'ডাস্কি' বলতে কী বোঝায়, যেখানে আমরা আক্ষরিক অর্থেই বাদামী বর্ণের? আমি ভেবেছিলাম, আমি যথেষ্ট সুন্দর নই। আমি বিশ্বাস করতাম আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। তবে কোনও ক্ষেত্রে, আমার সহকর্মী যাঁদের গায়ের রং একটু ফর্সা থেকে তাঁদের থেকে একটু হলেও বেশি প্রতিভাবান মনে হয়েছিল নিজেকে। সেটাই ঠিক লাগত, কারণ এটি স্বাভাবিক ছিল।'
আরও পড়ুন: 'হাওয়া' বইবে পশ্চিমবঙ্গে, শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চঞ্চলের ছবি
অভিনেত্রী আরও যোগ করেছেন, ‘অবশ্যই, এটি আমাদের ঔপনিবেশিক অতীত থেকে এসেছে, ব্রিটিশ রাজকে ত্যাগ করার ১০০ বছরও হয়নি, তাই আমরা এখনও সেটাই ধরে রেখেছি, আমার তো তাই মনে হয়। কিন্তু এটা আমাদের প্রজন্মের উপর নির্ভর করে, সেই বন্ধনগুলি ছিঁড়ে ফেলতে। যেন পরবর্তী প্রজন্ম ত্বকের রং নিয়ে এই একই মানসিকতা ত্যাগ করতে পারে।’
সদ্য বিশ্বের ১০০ জন প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। ২০২২ সালে বিশ্বের ভূমিকায় রাখা ও নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে আলোচনায় থাকায় নারীরা জায়গা পেয়েছেন এই তালিকায়। বিবিসির ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় জায়গা করেছেন নিয়েছেন অভিনেত্রী তথা গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি হলিউডের কাজ করেছেন দেশি গার্ল। আন্তর্জাতিক আঙিনায় পরিচিত মুখ তিনি।
এখন পর্যন্ত ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রাক্তন মিস ওয়ার্ল্ডে খেতাব জয়ী প্রিয়াঙ্কা হলিউডের নিজের জায়গা পাকা করেছেন। নিজের প্রোডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইন সহ একাধিক ব্যবসা রয়েছে অভিনেত্রীর। শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার জন্য প্রচার চালাচ্ছেন তিনি।
প্রিয়াঙ্কার পরবর্তী হিন্দি ছবি ‘জি লে জারা’। আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ছবিতে দেখা যাবে তাঁকে।