বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: বোনের বাগদানে সামিল হতে দিল্লি এলেন প্রিয়াঙ্কা, পাপারাৎজিদের নমস্কার করলেন দেশি গার্ল

Priyanka Chopra: বোনের বাগদানে সামিল হতে দিল্লি এলেন প্রিয়াঙ্কা, পাপারাৎজিদের নমস্কার করলেন দেশি গার্ল

বোনের বাগদানে সামিল হতে দিল্লি এলেন প্রিয়াঙ্কা

Priyanka Chopra: প্রিয়াঙ্কা চোপড়া দিল্লি এসে পৌঁছলেন। আজই যে রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারবেন তাঁর তুতো বোন পরিণীতি চোপড়া। দিল্লি বিমান বন্দরে দেখা গেল তাঁকে।

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) দিল্লি এসে পৌঁছলেন। আজই তাঁর বোন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডার Raghav Chadha) বাগদান। বোনের বাগদানের অনুষ্ঠানে আজ অংশ নেবেন দেশি গার্ল। আম আদমি পার্টির (Aam Admi Party) নেতা রাঘব চাড্ডার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর আজ তাঁরা বাগদান সারবেন। দিল্লির কাপুরথালা হাউজে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

প্রিয়াঙ্কা চোপড়াকে এদিন দিল্লি বিমান বন্দরে দেখা গেল। যদিও তাঁর সঙ্গে এদিন নিক জোনাস (Nick Jonas) বা মালতিকে (Malti Marie Chopra Jonas) দেখা যায়নি। তিনি একাই ছিলেন।

অভিনেত্রীকে এদিন খয়েরি রঙের একটি কো-অর্ড ড্রেস পরে থাকতে দেখা যায়। সঙ্গে তিনি রোদ চশমা এবং টুপি পরেছিলেন। বিমান বন্দর থেকে বেরোনোর সময় সময় তিনি পাপারাৎজিদের উদ্দেশ্যে প্রণাম জানান।

এর আগেই প্রিয়াঙ্কাকে লন্ডন বিমান বন্দরে দেখা গিয়েছিল। সেখানে এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তুলেছিলেন যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে যায়। লন্ডন থেকেই যে অভিনেত্রী সোজা দিল্লি উড়ে এসেছেন বোনের বাগদানের অনুষ্ঠানে সামিল হতে সেটা স্পষ্ট।

প্রসঙ্গত রাঘব এবং পরিণীতি দীর্ঘদিনের বন্ধু। তাঁরা লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে একসঙ্গে পড়াশোনা করেছেন। তারপরই প্রেম। সদ্যই তাঁদের একসঙ্গে ডিনার ডেট এবং লাঞ্চ ডেটে যেতে দেখা যায়। তখনই প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্কের কথা। এরপর তাঁদের আইপিএলের একটি ম্যাচেও একসঙ্গে দেখা গিয়েছে। যদিও পাবলিকলি তাঁরা কখনই তাঁদের সম্পর্ক নিয়ে কিছু বলেননি।

কিছুদিন আগে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া (Madhu Chopra) বলেছিলেন, 'আমি পরিণীতি এবং রাঘবের জন্য ভীষণ খুশি। ওদের জন্য অনেক আশীর্বাদ রইল।' বিয়ের আগে আপাতত পরিণীতির মুম্বইয়ের বাড়ি সেজে উঠছে। যদিও তাঁদের বাগদান হবে দিল্লিতেই। ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছে পরিণীতি এবং রাঘব। তাঁদের একসঙ্গে বিমান বন্দরে দেখা গিয়েছিল সম্প্রতি।

বায়োস্কোপ খবর

Latest News

England বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ৫ রাশির জন্য চন্দ্রগ্রহণ খুব সৌভাগ্যের হবে, আয় বৃদ্ধি পাবে, ভাগ্য বদলাবে Video: পুজোর আগে মেট্রোর টিকিট কাটায় এল বড় সুবিধা! লঞ্চ হল অ্যাপ গণপতির সামনে সত্যি সত্যিই প্রার্থনায় করছে বাহন ইঁদুর! দেখুন কাণ্ড... ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক? ‘আপনাদের উচিত বনি কাপুরকে জিজ্ঞাসা করা’, কী নিয়ে প্রশ্ন এড়ালেন ফারদিন 'উৎসবে ফিরছি না' বলেও 'টেক্কা'র প্রচার স্বস্তিকার, ভিডিয়ো বার্তায় কী বললেন তথাগত মর্গের শবের সঙ্গে ‘ফূর্তি’ করত সঞ্জয়, মৃতদেহের সঙ্গে সঙ্গম? আরজি করে নয়া মোড় ইনি নাকি পাকিস্তানের প্রিয়াঙ্কা চোপড়া! অভিনেত্রীর ছবি ভাইরাল হতেই মত সকলের ‘মদ্যপ হয়ে এমন আচরণ করছিলেন, স্ত্রীও সামলাতে পারেননি’: অলোক প্রসঙ্গে হিমানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.