প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) দিল্লি এসে পৌঁছলেন। আজই তাঁর বোন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাঘব চাড্ডার Raghav Chadha) বাগদান। বোনের বাগদানের অনুষ্ঠানে আজ অংশ নেবেন দেশি গার্ল। আম আদমি পার্টির (Aam Admi Party) নেতা রাঘব চাড্ডার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর আজ তাঁরা বাগদান সারবেন। দিল্লির কাপুরথালা হাউজে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
প্রিয়াঙ্কা চোপড়াকে এদিন দিল্লি বিমান বন্দরে দেখা গেল। যদিও তাঁর সঙ্গে এদিন নিক জোনাস (Nick Jonas) বা মালতিকে (Malti Marie Chopra Jonas) দেখা যায়নি। তিনি একাই ছিলেন।
অভিনেত্রীকে এদিন খয়েরি রঙের একটি কো-অর্ড ড্রেস পরে থাকতে দেখা যায়। সঙ্গে তিনি রোদ চশমা এবং টুপি পরেছিলেন। বিমান বন্দর থেকে বেরোনোর সময় সময় তিনি পাপারাৎজিদের উদ্দেশ্যে প্রণাম জানান।
এর আগেই প্রিয়াঙ্কাকে লন্ডন বিমান বন্দরে দেখা গিয়েছিল। সেখানে এক ভক্ত তাঁর সঙ্গে সেলফি তুলেছিলেন যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে যায়। লন্ডন থেকেই যে অভিনেত্রী সোজা দিল্লি উড়ে এসেছেন বোনের বাগদানের অনুষ্ঠানে সামিল হতে সেটা স্পষ্ট।
প্রসঙ্গত রাঘব এবং পরিণীতি দীর্ঘদিনের বন্ধু। তাঁরা লন্ডন স্কুল অব ইকোনোমিক্সে একসঙ্গে পড়াশোনা করেছেন। তারপরই প্রেম। সদ্যই তাঁদের একসঙ্গে ডিনার ডেট এবং লাঞ্চ ডেটে যেতে দেখা যায়। তখনই প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্কের কথা। এরপর তাঁদের আইপিএলের একটি ম্যাচেও একসঙ্গে দেখা গিয়েছে। যদিও পাবলিকলি তাঁরা কখনই তাঁদের সম্পর্ক নিয়ে কিছু বলেননি।
কিছুদিন আগে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া (Madhu Chopra) বলেছিলেন, 'আমি পরিণীতি এবং রাঘবের জন্য ভীষণ খুশি। ওদের জন্য অনেক আশীর্বাদ রইল।' বিয়ের আগে আপাতত পরিণীতির মুম্বইয়ের বাড়ি সেজে উঠছে। যদিও তাঁদের বাগদান হবে দিল্লিতেই। ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছে পরিণীতি এবং রাঘব। তাঁদের একসঙ্গে বিমান বন্দরে দেখা গিয়েছিল সম্প্রতি।