সালটা ২০১৮, মার্কিন নাগরিক নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। তবে বিয়েটা বিদেশে নয়, দেশেই সেরেছিলেন 'দেশি গার্ল'। হিন্দু ও ক্রিশ্চান, দুই রীতি মেনেই হয়েছিল বিয়ে। দিনে ক্রিশ্চান রীতিতে বিয়ের অনুষ্ঠান, আর রাতে হয় হিন্দু রীতিতে বিয়ে। রাত হয়ে যাওয়ায় নাকি হবু শ্বশুরবাড়ির লোকজন একপ্রকার ঘুমিয়েই পড়ছিলেন। সম্প্রতি 'লাভ এগেইন' ছবির প্রচারে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। বিয়েতে যোগ দিতে নিকের সঙ্গে তাঁর বাবা-মা, দুই ভাই, তাঁদের পরিবারের অন্যান্যরা আমেরিকা থেকে ভারতে এসে বেশকিছুদিন ছিলেন।
সম্প্রতি ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা বলেন, ‘হিন্দু রীতিতে আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ির লোকজন ঘুমে ঢুলছিলেন। তারই একটা ভিডিয়ো ফ্যান পেজের মাধ্যমে ভাইরাল হয়। জ্যোতিষ শাস্ত্র মেনে মেনে রাত ১০টায় ছিল বিয়ের অনুষ্ঠান। আর বিয়ে যখন চলছে আমি আমার শ্বশুরবাড়ির লোকজনের দিকে তাকাচ্ছি, দেখছি ওঁরা প্রায় সবাই ঢুলছে। কারণ ওঁর দীর্ঘ সময় বিমানে উড়ে এসেছিলেন। নিকও দেখলাম ওদের দিকে তাকাচ্ছিল। এটা একটা তিক্ত আবার মজার অভিজ্ঞতা ছিল।’ নিকের সিম্পসন্স মিম নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘দ্য সিম্পসন্স আমাদের অনেকেরই ছোটবেলার আইকনিক অংশ। তবে ভারতীয় পোশাকে একজন সাদা ছেলেকে বিয়ে করাটাও আমার বিড়ম্বনা ছিল। তবে সবমিলে বেশ বিষয়টা ছিল দারুণ।’
আরও পড়ুন-‘দুই রণবীরের জন্যই আমার কেরিয়ারে প্রভাব পড়েছিল’! বলছেন আয়ুষ্মান
প্রিয়াঙ্কার এই ভিডিয়োর নিচে অনেকেই নানান মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘প্রিয়াঙ্কা যে বিয়ের ঘটনা বলছেন, তা সত্যিই মজার।’ কারোর কথায়, 'প্রিয়াঙ্কা যা বলছেন সততাই মধ্যেই বলছেন, ওঁর কথা সারাদিন শুনতেও বিরক্ত লাগে না।' কারোর মন্তব্য, 'ওঁর কথা শুনতে বেশ ভালোই লাগে।'
ভিভিয়োতে প্রিয়াঙ্কা সারোগেসির মাধ্যমে মা হওয়ার কথাও বলেন। জানান, কীভাবে ১১০ দিন হাসপাতালে লড়াই করার পর মেয়ে মালতী মেরী জোনাসকে তিনি বাড়িতে এনেছিলেন। প্রিয়াঙ্কা বলেন, ‘আমার মেয়েকে যে কষ্ট পেতে দেখেছি, তখন মনে হয়েছে পৃথিবীতে অনেক ছোট সমস্যাকে এত বড় করে দেখার কিছুই নেই। ছোট সমস্য়াতে জীবন শেষ হয়ে গেছে এটা ভাবার কিছু নেই। ও সত্যিই একজন যোদ্ধা, আমার অনুপ্রেরণা।’