গত ৭ ফেব্রুয়ারি বেশ ধুমধাম করে প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়ে উপলক্ষে সুদূর বিদেশ থেকে ভারতে ফিরে এসেছিলেন প্রিয়াঙ্কা। শুধু প্রিয়াঙ্কা নন, বিয়েতে উপস্থিত ছিলেন মেয়ে মালতি এবং স্বামী নিক। বিয়ের কয়েকটা দিন বেশ সুন্দরভাবেই কেটে গেল চোপড়া পরিবারের।
ভাইয়ের বিয়ে মিটতেই এবার মুম্বই থেকে হায়দরাবাদে আসতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। তিনি যে হায়দরাবাদে এসেছেন, সেটা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবির মাধ্যমে জানিয়েছেন সকলকে। একটি ছবিতে আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, অন্য একটি ছবিতে বিয়ের জন্য করা নকল নখ তুলে দিতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: বক্স অফিসে ভরাডুবি লাভিয়াপ্পার! দ্বিতীয় সপ্তাহে মাত্র ৪৪ লাখ ঘরে তুলল খুশি-জুনায়েদের ছবি
আরও পড়ুন: মহাকুম্ভে স্বামী-পুত্রকে নিয়ে পুণ্যস্নান 'অনুপমা'র, রূপালি লিখলেন, ‘বিশ্বাসের যাত্রা…’
অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলি দেখে বোঝাই যাচ্ছে তিনি এবার কাজে ফিরতে চলেছেন। তবে শুধু অভিনেত্রীর পোস্ট করা ছবি নয়, হায়দরাবাদে যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর ভিডিয়ো তোলেন ছবি শিকারীরা। ভিডিয়োয় দেখা যায়, একটি অলিভ গ্রিন রঙের কো- অর্ড ড্রেস পরে রয়েছে তিনি। চোখে রোদ চশমা এবং মাথায় সাদা টুপি।
বিমানবন্দরে ঢোকার সময় এক ভক্তের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। হায়দরাবাদে নেমেই অভিনেত্রী প্রথম যান তেলেঙ্গানার বালাজি মন্দিরে। বালাজি মন্দিরে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, শ্রী বালাজির আশীর্বাদে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। আমরা সবাই যেন আমাদের হৃদয়ে শান্তি এবং আমাদের চারিপাশে সমৃদ্ধি এবং প্রাচুর্য খুঁজে পাই। ঈশ্বরের কৃপা অসীম।
আরও পড়ুন: সদ্য আবিষ্কৃত নয়া প্রজাতির ব্যাঙের নামকরণ লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে! কিন্তু কেন?
হায়দরাবাদে আসার আপডেট দিলেও নতুন সিনেমার কোনও আপডেট দিতে দেখা গেল না অভিনেত্রীকে। তবে প্রিয়াঙ্কার হায়দরাবাদে যাওয়ার পেছনে যে নতুন সিনেমার শ্যুটিং অন্যতম কারণ সেটাই মনে করছেন সকলে। কিছুদিন আগেই হায়দরাবাদে একটি পুজো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু করার কথা যারা যায় তবে সিনেমার গোপনীয়তা বজায় রাখার জন্য মহেশ বাবুর লুক এখনও প্রকাশ্যে আনেনি পরিচালক।