রুশো ব্রাদার্সের গ্লোবাল স্পাই থ্রিলার 'সিটাডেল'-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। এমাসেই মুক্তি পাবে প্রিয়াঙ্কার ‘সিটাডেল’, সেখানে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত রিচার্ড ম্যাডেনের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা ও রিচার্ডকে নাদিয়া সিং এবং ম্যাসন কেনের ভূমিকায় দেখা যাবে, যাঁরা কিনা অভিজাত গুপ্তচর সংস্থার সদস্য, সারা বিশ্বের সন্ত্রাসী সংগঠনগুলির উপর নজর রাখেন।
'সিটাডেল'-এ অভিনয় করতে গিয়ে রিচার্ড ম্যাডেনের সঙ্গে ঘনিষ্ঠ দশ্যেও অভিনয় করতে হয়েছে প্রিয়াঙ্কাকে। রিচার্ডের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করতে গিয়ে কতটা স্বচ্ছন্দে ছিলেন প্রিয়াঙ্কা? এবিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বলেন, ‘এবিষয়ে আমরা একে অপরকে সাহায্য করেছি। ক্য়ামেরার কোনও অ্যাঙ্গেলে আমি অস্বস্তি বোধ করতে ওঁকে বলতাম হাত দিয়ে আড়াল করতে। রিচার্ডও অপ্রস্তুত হলে আমাকে একই কথা বলতেন। আমরা একে অপরকে পছন্দ করি, তাই বিষয়গুলো সহজ হয়ে যায়। সিটাডেলে ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, তবে আমরা হাসি মজা করেই সেগুলোর শ্য়ুট করেছি। আসলে দর্শক শুধুই দৃশ্য়গুলি দেখতে পান, তবে শ্যুটিংয়ের সময় আশেপাশে অনেক লোকজন থাকেন।’
আরও পড়ুন-যদি ব্যর্থ হন, তাহলে লোকজন আরও বেশি লাথি মারবে, সেখান থেকেই নিজেকে তুলতে হবে: প্রিয়াঙ্কা
আরও পড়ুন-'কিছু পুরুষ আমার সাফল্যে নিরাপত্তাহীনতায় ভুগতেন'! কাদের দিকে ইঙ্গিত প্রিয়াঙ্কার?
প্রিয়াঙ্কা জানান, চিত্রনাট্য পড়ার সময় থেকেই তিনি আর রিচার্ড ম্যাডেন একসঙ্গে মহড়ায় অংশ নিয়েছেন। তাই তখন থেকেই তাঁরা একে অপরের সঙ্গে সহজ হয়ে যান। গত ফেব্রুয়ারিতেই সিটাডেলের বেশকিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার কথায়, 'সিটাডেল'-এর একটা নিজস্ব জগত রয়েছে। এই সিরিজে চরিত্রগুলির হৃদয় রয়েছে, সেটাই অন্যান্য স্পাই সিরিজের থেকে এটিকে আলাদা করে। প্রসঙ্গত ২০২১-এ শুরু হয়েছিল, এই স্পাই সিরিজটির শ্যুটিং। ইউরোপের একাধিক জায়গায় এর শ্যুটিং হয়েছে। প্রথম সিজনে মুক্তি পাচ্ছে ৬টি এপিসোড।