বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: শুধুই কি কেরিয়ারের খাতিরে? কেন সারোগেসি করালেন, জবাব এল প্রিয়াঙ্কার থেকে

Priyanka Chopra: শুধুই কি কেরিয়ারের খাতিরে? কেন সারোগেসি করালেন, জবাব এল প্রিয়াঙ্কার থেকে

সারোগেসি বিতর্কে মুখ খুললেন প্রিয়াঙ্কা। 

বিয়ের চার বছর পর মা হন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সারোগেসির মাধ্যমে মালতী মেরির জন্মের খবরে তাঁকে নিয়ে হয়েছিল নানা ট্রোল। কেরিয়ারের খাতিরে 'আউটসোর্সিং' করিয়েছেন থেকে শুরু করে মালতীকে ‘রেডিমেড’ বাচ্চা পর্যন্ত বলা হয়েছিল। 

২০২২-এর শুরুতে সারোগেসির মাধ্যমে মা হওয়ার খবর মিলেছিল প্রিয়াঙ্কা চোপড়ার। তবে সারোগেসির মাধ্যসে সন্তানের জন্ম দেওয়া নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি। 'আউটসোর্সিং' করিয়েছেন থেকে শুরু করে মালতীকে ‘রেডিমেড’ বাচ্চা পর্যন্ত বলা হয়েছিল। নেটিজেনদের পাশাপাশি যাতে নাম জড়িয়েছিল বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনেরও। কারও ধারণা কেরিয়ার নষ্টের ভয়ে নিজের গর্ভে সন্তান ধারণ করেননি তিনি। সত্যি কি তাই? সম্প্রতি ভোগকে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে। 

ভোগকে প্রিয়াঙ্কা খোলাখুলি জানালেন কেন তিনি ও তাঁর স্বামী নিক তাঁদের একমাত্র মেয়ে মালতী মেরিকে পৃথিবিতী আনতে সারোগেসির সাহায্য নিয়েছিলেন। ‘আমার কিছু শারীরিক জটিলতা ছিল’, জানান প্রিয়াঙ্কা। তিনি আরও বলেন, ‘এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ ছিল। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন একটা পজিশনে আছি যেখানে এটা করা সম্ভব।’ নিজেদের সারোগেট সম্পর্কেও মুখ খোলেন প্রিয়াঙ্কা। লেখেন, ‘আমাদের সারোগেট খুব উদার ছিল। তিনি দয়ালু, সুন্দর এবং মজার, এবং ছয় মাস ধরে আমাদের জন্য এই মূল্যবান উপহারের যত্ন নিয়েছিলেন।’

‘আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না যে আমি কীসের মধ্য দিয়ে গিয়েছিলাম। এবং শুধুমাত্র যেহেতু আমি আমার বা আমার মেয়ের মেডিকেল হিস্ট্রি লোকের সামনে আনতে চাই না, তার মানে এই না সবার তা নিয়ে কথা বলার অধিকার রয়েছে’, বলতে শোনা যায় প্রিয়াঙ্কা। সারোগেসি নিয়ে ওঠা বিতর্কে প্রতিক্রিয়া দিয়ে ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন’ অভিনেত্রী আরও যোগ করেন, ‘লোকেদের আমাকে নিয়ে বলা কথার জন্য আমি একটচি কঠিন আড়াল তৈরি করেছি। কিন্তু আমার মেয়েকে নিয়ে ওঠা কথা খুবই বেদনাদায়ক হয়। ওকে এসবের থেকে দূরে রাখুন। আমি জানি ওর ছোট্ট হাতগুলো ধরে থাকতে কেমন লেগেছিল যখন ওর হাতের শিরা খোঁজার চেষ্টা চলছিল। তাই সে অন্তত গসিপের অংশ হবে না। ’

প্রসঙ্গত, সময়ের অন্তত ৩ মাস আগেই জন্ম হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়ের। ৩ মাস ধরে তাকে রাখা হয়েছিল লস অ্যাঞ্জেলেসের লা জোলার রেডি চিলড্রেন হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। রোজ মেয়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যেতেন নিক-প্রিয়াঙ্কা। সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ‘ওকে বুকের উপরে নিয়ে আমি আর নিক প্রতিটা রাত কাটিয়েছি। আমরা এটাও নিশ্চিত ছিলাম না যে ও এটা আদৌ করতে পারবে কি না।’ সঙ্গে সেই সময় মার্কিন মুলুকে ছিল ওমিক্রনের তরঙ্গ। তার মাঝেই মেয়েকে আগলে রেখেছিলেন এই তারকা দম্পতি। 

 

বায়োস্কোপ খবর

Latest News

মাসাবার গায়ের রং কালো, গর্ভের সন্তান ফর্সা পেতে খেতে বলা হল, রোজ একটা করে… 'যারা মৃতদেহের পর্নোগ্রাফি বানায় তাদেরই রোগীকল্যাণ সমিতিতে রাখবেন মমতা' LSG ছাড়ছেন KL Rahul! ভাইরাল ভিডিয়োয় শুরু জল্পনা!RCB-তে যোগ স্রেফ সময়ের অপেক্ষা? ‘আমেরিকাতে মাঝরাতে খাবার পাওয়া যায় না, তবে কলকাতাতে রাতেও কেউ খালি পেটে থাকে না’ সহযোদ্ধাকে জড়িয়ে হাউ হাউ করে কান্না কিঞ্জলের! জোর হাতে বললেন-'চেয়ার চাই না..' দলীপে দুই ইনিংসে 50+ রুতুরাজের,দল সবার ওপরে!মায়াঙ্কের কাছে হারল শ্রেয়সের India D বাঁকুড়া হাসপাতালে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, রবিবার থেকেই উঠল কর্মবিরতি কালীঘাট-বেলুড়মঠ, কাশী-বৈদ্যনাথধামের পর্যটনে জোর দিতে ৬ নয়া বন্দে ভারত, রইল রুট অনুরাগের ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন কার্তিক-তৃপ্তি! আর কী কী চমক থাকছে? আরজি কর তদন্তে এবার সিবিআইয়ের ব়্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.