বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: 'জি লে জারা' ছবিতে কেন ক্যাটরিনা এবং আলিয়া নেওয়া হয়েছে? বিস্ফোরক প্রিয়াঙ্কা

Priyanka Chopra: 'জি লে জারা' ছবিতে কেন ক্যাটরিনা এবং আলিয়া নেওয়া হয়েছে? বিস্ফোরক প্রিয়াঙ্কা

'জি লে জারা' ছবির অভিনেত্রীরা

Priyanka Chopra: জি লে জারা ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে দেখা যাবে। তার আগে একাধিক বিষয় নিয়ে খুললেন প্রিয়াঙ্কা চোপড়া।

গত কুড়ি বছর ধরে নায়কদের নিচে সব সময় তাঁকে রাখা হয়েছে, বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এবার তিনি মনে করছেন যে ছবিটা বদলাতে চলেছে। এবার ছবিতেও নারীদের সমান জায়গা দেওয়া হবে। এমনটাই আশা করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর আগামী ছবি জি লে জারা ছবিটি একটি নারী প্রধান ছবি, এখানে নারীত্বকে উদযাপন করা হবে। এই ছবিটির পরিচালনা করবেন ফারহান আখতার। দিল চাহতা হ্যায় কিংবা জিন্দেগি না মিলেগি দোবারা ছবির মতোই এই ছবিতে মেয়েদের বন্ধুত্বের কথা তুলে ধরা হবে।

এই ছবির বিষয়ে পিটিআইকে একটি সাক্ষাৎকার দেওয়া সময় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানান যে তিনি তাঁর কেরিয়ারের দীর্ঘ সময় পুরুষদের তুলনায় নিচে থেকেছেন। অভিনেতারা ঠিক করতেন কোথায় শট নেওয়া হবে, কাকে ছবিতে নেওয়া হবে, কী হচ্ছে না হচ্ছে, ইত্যাদি। 'কিন্তু এখন সময় এসেছে যেখানে মহিলারা তাঁদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে' মত অভিনেত্রীর।

তিনি এই বিষয়ে আরও জানান যে আগামীতে এমন এক ছবি হোক না মেয়েদের, সেই ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করুক, আর তার পুরো কৃতিত্ব তাঁদেরই থাক। এই বিষয়টি তিনি তাঁর সহকর্মীদের বলেছিলেন এবং তাঁরা রাজি হয়েছেন। জি লে জারা ছবিটির শ্যুটিং আগামী বছর শুরু হবে বলে জানা গিয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ভারতেই রয়েছে তাঁর হেয়ার কেয়ার ব্র্যান্ড লঞ্চ করার জন্য। জি লে জারা ছবিটি ছাড়া তাঁর হাতে এখন একাধিক আন্তর্জাতিক প্রজেক্ট রয়েছে তার মধ্যে আছে সিটাডেল অ্যান্ড লাভ এগেইন। এছাড়া তাঁর প্রযোজনা সংস্থার একাধিক কাজ রয়েছে অ্যামাজন প্রাইমের সঙ্গে। তাঁর এই প্রযোজনা সংস্থার নাম পার্পল পেবেল পিকচার।

বন্ধ করুন