প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং রিচার্ড ম্যাডেন অভিনীত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘সিটাডেল’। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে প্রচারিত হবে শোটি। শোতে প্রিয়াঙ্কা এবং রিচার্ড দুজনকেই স্পাই এজেন্টের ভূমিকায় দেখা যাবে, যারা গ্লোবাল স্পাই এজেন্সি সিটাডেলের জন্য কাজ করেন।
মঙ্গলবার হয়ে গেল ‘সিটাডেল’-এর প্রিমিয়ার। ২৮ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে এই শো। মুম্বইয়ে শো-এর প্রিমিয়ারে হাজির ছিলেন রেখা, বরুণ ধাওয়ান থেকে অন্যান্য বলিউড সেলেবরা। অভিনেত্রী সায়নী গুপ্তা প্রিমিয়ার থেকে একাধিক ছবি শেয়ার করেছেন, শো নিয়ে নিজের পর্যালোচনা প্রকাশ করেছেন সোফি, পাশাপাশি প্রিয়াঙ্কার অভিনয়ের প্রশংসা করে 'অসাধারণ' বলেছেন তিনি। আরও পড়ুন: বিনা মেকআপে থাকলেও ধোনির স্ত্রী সাক্ষীর থেকে চোখ ফেরানো দায়, রইল সেরা ১০ ছবি
সিটাডেলে প্রিয়াঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেনের রসায়ন নিয়েও কথা বলেছেন সোফি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কার সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘এই মেয়েটি সবসময় অনুপ্রেরণা জোগায়। যে কোনও কিছুকে পরবর্তী স্বরে নিয়ে যেতে পারে। দারুণ হয়েছে সিটাডেল। দেখলে অবাক হবেনই। প্রিয়াঙ্কাকে অনেকটা ভালোবাসা। রিচার্ডের সঙ্গে পুরো আগুন। তোমাদের নিয়ে গর্বিত’।
প্রিমিয়ার থেকে রিচার্ডের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। বুধবার ছবিটি শেয়ার করে ইনস্টাগ্রাম ক্যাপশনে দেশি গার্ল লেখেন, ‘দেখার অনেক কিছু আছে। মুম্বইতে প্রথমবার সিটাডেলের স্ক্রিনিং দেখে নাদিয়া এবং ম্যাসন ভালোবাসা উজাড় করেছেন’।
সিটাডেলের প্রথম দুটি পর্ব ২৮ এপ্রিল প্রিমিয়ার হবে এবং পরের প্রতিটি পর্ব প্রতি শুক্রবারে প্রচারিত হবে ২৬ মে পর্যন্ত। সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। এজিবিও ব্যানারে অ্যাকশন স্পাই থ্রিলার সিটাডেলের নির্মাতা রুশো ব্রাদার্স। অ্যাকশন থ্রিলার টেলিভিশন সিরিজটির মোট ছয়টি পর্ব আসবে। সিরিজের গল্পটি ম্যাসন কেন (রিচার্ড ম্যাডেন) এবং নাদিয়া সিনকে (প্রিয়াঙ্কা চোপড়া) ঘিরে আবর্তিত হয়েছে।
সিটাডেলের ধ্বংসের পর যারা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন, এমন দুজনের চরিত্রে অভিনয় করছেন রিচার্ড এবং প্রিয়াঙ্কা। ছয় পর্বের সিরিজটির ইতালিয়ান ও ভারতীয় সংস্করণও আসবে। রাজ এবং ডিকে পরিচালিত ইন্ডিয়ান সিটাডেলে অভিনয় করছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু।
প্রিমিয়ার থেকে প্রিয়াঙ্কার সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সায়নী গুপ্তা। দেখুন-
সিটাডেল প্রিমিয়ার সম্পর্কে ফিল্ম প্রযোজক তরুণ গর্গ টুইট করেছেন। অ্যাকশন, স্পার্কস, ড্রামা, স্পাইস এবং ভিলেনের সঙ্গে পপকর্ন উপভোগ করছেন সেই ঝলক শেয়ার করেছেন। পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেনের প্রশংসা করেছেন তিনি।
প্রিমিয়ারের আগে প্রিয়াঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেন মুম্বইয়ে চুটিয়ে প্রচার করেছেন ‘সিটাডেল’-এর। সম্প্রতি মিডিয়ার সঙ্গে কথোপকথনে রিচার্ড জানিয়েছেন, বলিউড ছবি কাজ করার সুযোগ পেলে তিনি সম্মানিত বোধ করবেন। সময়ের সঙ্গে প্রোজেক্টগুলিতে কীভাবে কাজের মান পরিবর্তন হয়েছে সেই নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা।