বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: বিদেশে থেকেও করবা চৌথের ব্রত পালন প্রিয়াঙ্কার! স্বামীর জন্য করলেন একটি বিশেষ কাজ

Priyanka Chopra: বিদেশে থেকেও করবা চৌথের ব্রত পালন প্রিয়াঙ্কার! স্বামীর জন্য করলেন একটি বিশেষ কাজ

নিকের জন্য করবা চৌথের ব্রত পালন করলেন প্রিয়াঙ্কা।

নিক জোনাসের জন্য করবা চৌথের ব্রত পালন করলেন 'দেশি গার্ল'। স্বামীর মঙ্গল কামনা করে সারা দিন কিচ্ছুটি মুখে দিলেন না। চাঁদ দেখার পর নিকের হাতে খাবার খেয়ে ভাঙলেন উপোস।

বেশ কয়েক বছর হল বিদেশে থাকছেন। বিয়ে করেছেন হলিউড পপ তারকাকে। আমেরিকাতে গোছানো ঘর-সংসার। পাশ্চাত্যের জাকঁজমকের মাঝেই নিজের দেশের সংস্কৃতিকে মনে রেখেছেন তিনি। আরও একবার সে কথাই মনে করিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

নিক জোনাসের জন্য করবা চৌথের ব্রত পালন করলেন 'দেশি গার্ল'। স্বামীর মঙ্গল কামনা করে সারা দিন কিচ্ছুটি মুখে দিলেন না। চাঁদ দেখার পর নিকের হাতে খাবার খেয়ে ভাঙলেন উপোস। শুধু তাই নয়। মেহন্দি দিয়ে নিকের নামের আদ্যক্ষর লিখিয়েছেন নিজের হাতে। প্রিয়াঙ্কার নিষ্ঠা দেখে অনুরাগীরাও ধন্য ধন্য করলেন। আরও একবার 'আদর্শ বধূ'র তকমা জুড়ে গেল তাঁর নামের পাশে। সেই ছবি দিয়েছিলেন, 'যাঁরা করবা চৌথ পালন করছেন, তাঁদের আমার শুভেচ্ছা।'

২০১৮ সালে বিয়ে করেন নিক-প্রিয়াঙ্কা। তার পর থেকে প্রত্যেক বছরই করবা চৌথ পালন করেছেন অভিনেত্রী। সেই সব ছবিও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম স্টোরি।
প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম স্টোরি।

চলতি বছরে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন প্রিয়াঙ্কা। মেয়ের নাম রেখেছেন মালতী মেরি চোপড়া জোনাস।

প্রিয়াঙ্কার হাতে আপাতত একগুচ্ছ কাজ। 'ইটস অল কামিং ব্যাক টু মি' ছবিতে দেখা যাবে তাঁদের। এ ছাড়াও রুশো ব্রাদার্সের 'সিটাডেল'-এও অভিনয় করছেন তিনি। প্রাইম ভিডিয়োয় দেখা যাবে এই সিরিজ। এ ছাড়াও ফারহান আখতারের 'জি লে জারা'য় আলিয়া ভাট এবং ক্যাটরিনা কইফের সঙ্গে অভিনয় করবেন তিনি।

বন্ধ করুন