নিউ ইয়র্কে মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কাজের শেষে এখন পুরো সময়টাই মেয়ের সঙ্গে কাটাচ্ছেন দেশি গার্ল। একরত্তিকে খাওয়ানো, ঘুম পাড়ানো থেকে শুরু করে সবটাই করছেন অভিনেত্রী। বিছানার উপর বসে খেলা করতে ব্যস্ত একরত্তি মালতী, মঙ্গলবার ছবি শেয়ার করেছেন দেশি গার্ল।
ছবিতে একরত্তিকে ফ্লোরাল প্রিন্ট পোশাক পরে দেখা মিলেছে। দুধ সাদা বিছানায় খেলা করতে ব্যস্ত সে। বহুতল ঘরের বড় জানলার কাচ থেকে বাইরে নিউ ইয়র্ক শহরের সারি সারি বহুলতের দৃশ্য চোখে পড়ছে। ছবিতে মালতীর কানের ছোট্ট দুল নজরে আসছে। ছবি শেয়ার করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘সেরা সকাল’।
ইনস্টা স্টোরিতে একরত্তির ছবি শেয়ার করতেই নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘ও তো সূর্যের রশ্মির মতো’। অপর একজন লিখেছেন, ‘ও খুব মিষ্টি’। কেউ লিখেছেন, ‘বেশ আদুরে তো’। এক নেটিজেনের মন্তব্য, ‘বাচ্চা মেয়ে। পোশাকটা খুব মিষ্টি’। আরও পড়ুন: ছবির জন্য নাকি নেন বিপুল অর্থ, 'আদিপুরুষ'-নায়িকা কৃতি মোট কত সম্পত্তির মালিক
মালতীর নিউ ইয়র্ক ডায়েরির টুকরো ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়শই শেয়ার করছেন প্রিয়াঙ্কা। বহুতলে সময় কাটানোর মুহূর্ত থেকে পার্কে বেড়াতে বেড়াতে যাওয়ার ভিডিয়োও শেয়ার করেছেন ইনস্টাগ্রামের পাতায়। তার আগে মা-মেয়ের শপিং করতে যাওয়ার ছবিও শেয়ার করেছেন দেশি গার্ল।
জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল। আর সেখানেই প্রথম একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। প্রায়শই মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামের পাতায় ছবি শেয়ার করেন নিয়াঙ্কা। একরত্তিকে আগলে দিন কাটছে তাঁদের।
২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাঁদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস। সারোগেসির মাধ্যমে নিয়াঙ্কার ফুটফুটে মেয়ের জন্ম হয়। জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউ-তে ছিল একরত্তি। মালতীর জন্মের ১০০ দিন পর তাঁকে বাড়ি নিয়ে আসেন নিয়াঙ্কা।
প্রিয়াঙ্কার পরবর্তী হিন্দি ছবি ‘জি লে জারা’। আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবিতে দেখা যাবে তাঁকে। মূলত রোড ট্রিপ নিয়ে এগোবে এই ছবির গল্প। সব ঠিক থাকলে এ বছরই শুরু হবে ছবির শ্যুটিং। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা পাকা করেছেন দেশি গার্ল।