প্রেম দিবসে ভালোবাসার জোয়ারে ভাসলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বেটার হাফ, নিক জোনাসের সঙ্গে কীভাবে এই বিশেষ দিনটি তিনি সেলিব্রেট করেন সেটার ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। একে অন্যের হাত ধরে তাঁরা গিটারের রোম্যান্টিক ধুন শুনতে শুনতে তাঁদের এদিন শ্যাম্পেনের গ্লাসেও চুমুক দিতে দেখা যায়। স্ত্রীর নানা মুডের ছবি ক্যামেরা বন্দি করতে মোটেই ভোলেন না নিক।
রোম্যান্টিক আবহাওয়ায় লজ্জায় রাঙা হয়েছিলেন অভিনেত্রী। তাঁকে বারবার হাসতে, লজ্জা পেতে দেখা যায় নিকের রেকর্ড করা ভিডিয়োতে। এই ভিডিয়ো শেয়ার করে নিক জোনাস লেখেন, 'আমার মনের মানুষের সঙ্গে পারফেক্ট ভ্যালেন্টাইন্স ডে।' এই ভিডিয়োতে একজন গিটারিস্টকে সফট রোম্যান্টিক গান বাজাতে দেখা যায়। তিনি পাহাড়ের দিকে মুখ করে গিটার বাজাতে থাকেন। অন্যদিকে নিক এবং প্রিয়াঙ্কা একে অন্যের হাত ধরে টেবিলে বসে সেই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করেন। তাঁদের সামনে শ্যাম্পেন এবং বেরিজ রাখা ছিল।
বহু অনুরাগীরা তাঁদের এই ভিডিয়ো দেখে মুগ্ধ হয়েছেন। তাঁদের ভালোবাসা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'কী মিষ্টি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তোমাদের।' আরেক ব্যক্তি লেখেন, 'এখনও ওঁর মধ্যে সুন্দর নববধূর মতো লজ্জা লজ্জা ভাবটা আছে। কী মিষ্টি।' আরেক অনুরাগী তাঁদের শুভেচ্ছা জানিয়ে এই পোস্টে বলেন তিনি অভিনেত্রীর নতুন ছবির জন্য আর অপেক্ষা করতে পারছেন না।
তবে কেবল নিক নন, প্রিয়াঙ্কাও একটি ভিডিয়ো শেয়ার করেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে। সেখানে তিনি লেখেন, 'নিক জোনাসের সঙ্গে আমার প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে।' এখানে তাঁকে বিছানায় শুয়ে হাসতে দেখা যায়।
মঙ্গলবার, প্রেম দিবসের দিনই অভিনেত্রী লাভ এগেনর ট্রেলার লঞ্চ করেন। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, 'আমরা এই ছবিটা ভীষণ কষ্ট করে, কঠিন সময় বানিয়েছি। আমাদের পরিবারের থেকে দূরে থাকতে হয়েছিল এই সময়। কিন্তু সেটে প্রতিদিনই দারুন মজা করেছি।'
লাভ এগেনে স্যাম হিউগেনের সঙ্গে মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে। একটি ক্যামিও চরিত্রে থাকবেন নিক জোনাসও। এই ছবির ট্রেলারে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁকে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে। ১২ মে ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।