ইতালির রোমে Bvlgari Aeterna-এর অনুষ্ঠানে যোগ দিয়েছেন অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া।ইভেন্টে উপস্থিত অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। অপূর্ব সুন্দর পোশাক ছাড়াও প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন একটি নতুন হেয়ারস্টাইলে।
লগারির ইভেন্টে রোমান ছোঁয়া ইভেন্ট টিকে করে তুলেছে ম্যাজিকাল। প্রিয়াঙ্কার পরনে ছিল একটি অত্যাশ্চর্য কালো এবং সাদা গাউন সঙ্গে শর্ট হেয়ারস্টাইল। কাঁধের দৈর্ঘ্যের চুলের সাথে তিনি তাঁর লুক সম্পূর্ণ করেন একটি Serpenti Aeterna নেকলেস দিয়ে। ইভেন্টের মধ্য দিয়ে হাঁটার সময় তিনি একটি ফুলের তোড়া নিয়ে হাজির হন সঙ্গে ছিল ভুবন ভোলানো হাসি।
আরও পড়ুন: (সত্যি কি কোনওদিন প্রেম সম্পর্কে ছিলেন তাঁরা? সোজাসুজি জবাব প্রসেনজিৎ-ঋতুপর্ণার)
পার্টি চলাকালীন,প্রিয়াঙ্কা চোপড়াঅ্যান হ্যাথাওয়ে, লিউ ইফেই এবং শু কিউ সহ সহ অভিনেতাদের সাথে ফ্রেমবন্দী হন, সেই মুহূর্তগুলিও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে৷
চমকে দেওয়ার বিষয় এটাই এই তিনজন অভিনেত্রীই বুলগারির গ্লোবাল অ্যাম্বাসেডর। অ্যান হ্যাথাওয়ে একটি থাই-হাই স্লিট সাদা পোশাকে সাজিয়েছিলেন নিজেকে। পাশাপাশি শু কিউ সেজেছিলেন একটি আকর্ষণীয় নীল এবং লাল রঙের পোশাকে। অন্যদিকে লিউ ইফেইকে সবুজ ও সোনালি রঙের পোশাকে দেখা গেছে। ছবিতে দেখা গেছে তারকারা হাসি ও মজার কথোপকথনে ব্যস্ত।
ইভেন্টের আগে, প্রিয়াঙ্কা চোপড়া তার অনুরাগী এবং অনুগামীদের সাথে তার ইনস্টাগ্রাম স্টোরিজে তাঁর লুকের এক ঝলক দেখান।TRINIX এর‘সুইট ড্রিমস’ -এর সুরের সাথে তিনি‘শো অফ’ করছেন তাঁরSerpenti Aeterna নেকলেস ও নতুন হেয়ারস্টাইল।
ইতিমধ্যেই প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি তার আসন্ন ছবি‘হেডস অফ স্টেট’-এরশ্যুটিং শেষ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইদ্রিস এলবা, জন সিনা এবং জ্যাক কায়েদ।‘দ্য ব্লাফে’ও দেখা যাবে অভিনেত্রীকে। ছবিটি পরিচালনা করেছেন ফ্রাঙ্ক ই ফ্লাওয়ারস। এর পাশাপাশি তিনি ব্যারি এভ্রিচের নতুন ফিচার ডকুমেন্টারি, ‘বর্ন হাংরি’-এর প্রযোজনা দলের সাথে তার সহযোগিতার কথা ঘোষণা করেছেন।