একদম নতুন লুকে, নতুন অবতারে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই নতুন লুকের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাঁকে ছোট চুল এবং একটি সাদা স্ট্র্যাপলেস জামায় দেখা গিয়েছে। অভিনেত্রীর ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি তাঁর চুলে রং করিয়েছেন সদ্য।
এই নতুন লুকের ছবিগুলো প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, 'যখন নতুন লুক দারুণ মজাদার হয় তখন বাইরে তো যেতেই হয়।' তাঁর এই নতুন লুক দেখে মোহিত হয়ে গিয়েছে তাঁর অনুরাগীরা।
এক ভক্ত তাঁর এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'আপনি সমস্ত রূপেই একদম নিখুঁত।' আরেক ভক্ত লেখেন, 'আপনি এই ছবিতে যে যে মেকআপ প্রোডাক্ট ইউজ করেছেন তার তালিকা চাই। দারুণ দেখাচ্ছে।' অভিনেত্রীর আরেক অনুরাগীর মতে, 'প্রিয়াঙ্কা আপনার এই নতুন লুক দারুণ পছন্দ হয়েছে।' গয়না ডিজাইনার ফারাহ আলি খান তাঁর এই পোস্টে লেখেন, 'গর্জিয়াস'।
মালিবু সমুদ্র সৈকতে সপ্তাহান্তে সময় কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর সঙ্গে নিক জোনাস এবং তাঁদের মেয়ে মালতি ম্যারি চোপড়া জোনাসও গিয়েছিল।
এই মাসের শুরুর দিকে প্রিয়াঙ্কা চোপড়া এসএস রাজামৌলির আরআরআর ছবিটির একটি বিশেষ স্ক্রিনিংয়ের সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। সেখানেই তিনি এই ছবির পরিচালক রাজামৌলি এবং সঙ্গীত পরিচালক এমএম কিরাবাণীর সঙ্গে দেখা করেন। কিরাবাণী এই ছবি নাটু নাটু গানের জন্য গোল্ডেন গ্লোবস এবং ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন। রাজামৌলিও ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন আরআরআর ছবির জন্য। অভিনেত্রী তাঁদের আগামী সফরের জন্য শুভেচ্ছা জানান। অন্যদিকে রাজামৌলি তাঁকে 'গ্লোবাল সুপারওম্যান' বলে অ্যাখ্যা দেন। অভিনেত্রীর মন্তব্যের উত্তরে আরআরআর ছবির পরিচালক লেখেন, 'আপনি একজন গ্লোবাল সুপারওম্যান। আপনার কথা এবং উষ্ণ অভ্যর্থনায় মন ভরে গেল। ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের শোয়ের সঞ্চালনা করার জন্য।'
তবে কেবল আরআরআর নয়। তিনি তার আগে প্যান নলিনের লাস্ট ফিল্ম শোয়ের বিশেষ স্ক্রিনিংয়ের সঞ্চালনার দায়িত্ব সামলান। এটি ভারতের তরফে অফিসিয়াল এন্ট্রি পেয়েছে। এই গুজরাটি ভাষার ছবিটি ৯৫ তম আকাদেমি পুরস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে।
অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়াকে আগামীদিনে জি লে জারা ছবিতে দেখা যেতে চলেছে। তাঁর সঙ্গে এখানে থাকবেন আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ। ফারহান আখতার এই ছবির হাত ধরেই পরিচালনায় ফিরছেন।