বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Chopra: মেয়ে মালতির সারোগেট মা'কে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

Priyanka Chopra: মেয়ে মালতির সারোগেট মা'কে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

Priyanka Chopra: গত বছর জানুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হন প্রিয়াঙ্কা চোপড়া। কেন মা হতে অন্যের গর্ভ ভাড়া করেছেন? সেই প্রশ্নের জবাবও দিয়েছেন অভিনেত্রী। 

গত বছর জানুয়ারি মাসে সারোগেসির মাধ্য়মে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। দেখতে দেখতে এক বছর পূর্ণ করেছে নিক-প্রিয়াঙ্কার নয়নের মণি মালতি। এখনও পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী, তবে সদ্য মালতিকে নিয়ে একটি ফটোশ্যুটে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা, পাশাপাশি একরত্তিকে নিয়ে অনেক অজানা কথাও ফাঁস করেছেন। 

প্রিয়াঙ্কার কথায়, মালতি তাঁর ও নিকের জীবনের ‘সেরা উপহার’। পাশাপাশি স্বামী নিক জোনাসের সঙ্গে নিজের চার বছর দীর্ঘ দাম্পত্যের খুঁটিনাটিও প্রকাশ্যে আনেন পিগি চপস। দেশি গার্ল জানান, ‘আমাদের মেয়েই আমাদের পাওয়া শ্রেষ্ঠ উপহার। ওকে সবাই ভালোবাসে, সবসময় লোকজন দ্বারা পরিবেষ্টিত থাকে মালতি, তবে ওর শুধু আমাকেই চাই, সেই অনুভূতিটা দুর্দান্ত’। 

গত বছর প্রিয়াঙ্কার মা হওয়ার খবরে চমকে গিয়েছিলেন অনেকেই। পরে জানা যায়, গর্ভ ভাড়া করে মা হয়েছেন অভিনেত্রী। প্রথমবার মেয়ের সারোগেট মাদারকে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আমাদের সারোগেট খুবই দয়ালু এবং মহান, সে ভীষণ মিষ্টি এবং খুব মজাদার- আমার আর নিকের এই মহামূল্যবান উপহারের ছয় মাস ধরে দেখভাল করেছে সে’। 

আজকাল বহু সেলেবই মাতৃত্বের স্বাদ পেতে সারোগেসিকে বেছে নেন। সেই তালিকাভুক্ত হয়ে চরম ট্রোলড হয়েছিলেন প্রিয়াঙ্কা, কেরিয়ারের স্বার্থে এবং নিজের ফিগার ধরে রাখতেই সন্তানকে গর্ভে ধারণ করার ঝুঁকি নেননি অভিনেত্রী এমন কটাক্ষ উড়ে এসেছিল। ব্রিটিশ ভোগ-কে দেওয়া এই সাক্ষাৎকারেই প্রিয়াঙ্কা সব ট্রোলের জবাব দিয়েছেন। প্রিয়াঙ্কা বলেন, ‘আমার কিছু শারীরিক জটিলতা ছিল’, তিনি আরও জানান প্রিয়াঙ্কা। তিনি আরও বলেন, ‘এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ ছিল। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমি এমন একটা পজিশনে আছি যেখানে এটা করা সম্ভব।’

সারোগেসি বিতর্কে প্রাক্তন বিশ্ব সুন্দরী বলেন, ‘আপনি আমাকে চেনেন না। আপনি জানেন না যে আমি কীসের মধ্য দিয়ে গিয়েছিলাম। এবং শুধুমাত্র যেহেতু আমি আমার বা আমার মেয়ের মেডিকেল হিস্ট্রি লোকের সামনে আনতে চাই না, তার মানে এই না সবার তা নিয়ে কথা বলার অধিকার রয়েছে’। মেয়ে মালতিকে নিয়ে তৈরি হওয়া গসিপে বেজায় বিরক্ত প্রিয়াঙ্কা। এই সবকিছু থেকে মেয়েকে আড়ালে রাখতে চান তিনি। প্রি-ম্যাচিওর বেবি মালতি,তাই মেয়ের জন্মের পর কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন নিয়াঙ্কা। 

সময়ের অন্তত ৩ মাস আগেই জন্ম হয়েছিল নিক-প্রিয়াঙ্কার মেয়ের। ৩ মাস ধরে তাকে রাখা হয়েছিল লস অ্যাঞ্জেলেসের লা জোলার রেডি চিলড্রেন হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। রোজ মেয়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে যেতেন নিক-প্রিয়াঙ্কা। সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ‘ওকে বুকের উপরে নিয়ে আমি আর নিক প্রতিটা রাত কাটিয়েছি। আমরা এটাও নিশ্চিত ছিলাম না যে আদেও ও এই কঠিন সময় পার করতে পারবে কি না।’

চলতি বছরেও প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। রুশো ব্রাদার্সের সিটাডেলে দেখা যাবে তাঁকে। এছাড়াও রোম্যান্টিক কমেডি ‘লাভ এগেন’- নিয়েও হাজির হবেন প্রিয়াঙ্কা। শ্যুটিং শুরুর অপেক্ষায় তাঁর বলিউড প্রোজেক্ট ‘জি লে জারা’ও। 

 

 

বন্ধ করুন