গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। খ্যাতনামা অভিনেত্রী হিসেবে হোক, গায়িকা অথবা ফ্যাশনিস্তা সবেতেই পারদর্শী হিসেবে পরিচিত তিনি। অভিনেত্রীর প্রতিটা পদক্ষেপ থাকে অনুরাগীদের নজরে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ‘দেশি গার্ল’এর একটি লুক।
ছবিতে স্বামী নিক জোনাসের সঙ্গে হাত ধরে হাঁটতে দেখা গেছে তাঁকে। পিছন থেকে তোলা হয়েছে ছবিটি। প্রিয়াঙ্কাকে দেখা গেছে কালী ঠাকুরের ছবি আঁকা একটি কারুকাজ করা জমকালো জ্যাকেটে। অভিনেত্রীর টুকটুকে লাল জ্যাকেটের পিছনে মা কালীর ছবি, সঙ্গে পরেছেন লাল মিনি স্কার্ট এবং ফিশনেট স্টকিংস। পায়ে পরেছেন রঙিন পিপ টো শ্যু। সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নায়িকার এই লুক।
অভিনেত্রীর এই জ্যাকেট রীতিমতো নজর কেড়েছে ফ্যাশনিস্তাদের। এই ছবিটি নিক শেয়ার করেছিলেন ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি৷ সেই ছবি ফের একবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার এক ফ্যান পেজের সৌজন্যে। প্রিয়াঙ্কা অবশ্য দেখিয়ে দিয়েছেন ফ্যাশনের মামলায় তাঁকে টেক্কা দেওয়া মোটেই সহজ নয়।