মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে নিয়ে ছুটি কাটাতে চললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কাজের চরম ব্যস্ত শিডিউলের ফাঁকে বছর শেষে পরিবারের সঙ্গে খানিক সময় কাটানো। প্রাইভেট জেটে অথবা ফার্স্ট ক্লাস ফ্লাইটে চড়েই মেয়েকে নিয়ে ছুটি কাটাতে উড়ে গেলেন গ্লোবাল আইকন। খুদে মালতী কোলে বসে প্রিয়াঙ্কার, ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ছবি।
‘আমরা চললাম', একটি ছবি শেয়ার করে এই ছোট্ট ক্যাপশন লিখেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে জুড়েছেন লাল হৃদয়ের ইমোজি। ছবিতে কালো পোশাক এবং কালো টুপি, চোখে রোদচশমা পরে দেখা মিলেছে দেশি গার্লের। মেয়ে মালতীকে কোলে আগলে বসে নায়িকা। ফ্লাইটের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখাচ্ছেন খুদেকে। যদিও কোথায় ছুটি কাটাতে যাচ্ছেন দেশি গার্ল, সে বিষয় এখনও কিছু জানাননি।
আরও পড়ুন: কাবাডি টিমের মরশুম জয়, উচ্ছ্বাসে ফেটে পড়লেন, ঐশ্বর্যকে টেনে জাপটে ধরলেন অভিষেক
কাজের ব্যস্ত শিডিউলের পর পুরো সময়টা মেয়ের সঙ্গেই কাটান দেশি গার্ল। বছর শেষে ঘুরতে চললেন মেয়েকে নিয়ে। যদিও ছবিতে মুখ দেখাননি খুদের।
তামিল ছবি ‘থামিজান’ (২০০২) দিয়ে অভিনয় জগতে পথচলা শুরু করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একই বছর বলিউডেও পা রাখেন দেশি গার্ল। হিরো দ্য স্টোরি অফ অ্যা স্পাই, আন্দাজ এবং প্ল্যানের মতো ছবিতে কাজ করেছেন তিনি। এরপর বলিউড দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন। একাধিক হিট ছবি এবং আইটেম নাম্বার উপহার দিয়েছেন।
২০১৫ সালে আমেরিকান সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে পদার্পণ। এরপর একাধিক আমেরিকান সিরিজে কাজ করেছেন অভিনেত্রী। এখন পর্যন্ত ৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। প্রাক্তন মিস ওয়ার্ল্ডে খেতাব জয়ী প্রিয়াঙ্কা হলিউডের নিজের জায়গা পাকা করেছেন। নিজের প্রোডাকশন হাউস, হেয়ারকেয়ার ব্র্যান্ড, হোটেল ব্যবসা, হোমওয়্যারলাইন সহ একাধিক ব্যবসা রয়েছে অভিনেত্রীর। শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার জন্য প্রচার চালাচ্ছেন তিনি।
প্রিয়াঙ্কার পরবর্তী হিন্দি ছবি ‘জি লে জারা’। আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে এই ছবিতে দেখা যাবে তাঁকে। মূলত রোড ট্রিপ নিয়ে এগোবে এই ছবির গল্প।