প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া শুক্রবার সন্ধ্যায় নীলম উপাধ্যায়কে বিয়ে করেছেন। স্বামী নিক জোনাস ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মুম্বইয়ে ভাইয়ের বিয়েতে হাজির ছিলেন অভিনেত্রী। তিনি এবার বিয়ের ছবি এবং ভিডিয়ো পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে।
ভাইয়ের জোড় বাধলেন প্রিয়াঙ্কা
ইনস্টাগ্রামে ভাইয়ের বিয়ের ঝলক শেয়ার করে লিখেছেন, ‘সারা জীবনের ভালবাসা, হাসি, রোদ এবং সুখের জন্য। #SidNee কি শাদি! @siddharthchopra89 @neelamupadhyaya।’ তিনি সিদ্ধার্থ এবং নীলমের পাশাপাশি, তার শ্বশুর ডেনিস মিলার-জোনাস এবং কেভিন জোনাস সিনিয়রের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে তোলা ছবি পোস্ট করেছেন এবং বরযাত্রীতে ছেলের বাড়ির সকলের নাচের একটি ভিডিয়োও পোস্ট করেছেন।
তার পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যায়, দম্পতি সাত পাক ঘোরার আগে তিনি গাঁট (গ্রন্থি বন্ধন নামেও পরিচিত) বেঁধে রেখেছেন। ভিডিয়োতে তিনি বলেছেন যে, তাঁর মা মধু চোপড়া তাঁকে 'শক্ত' করে বাঁধতে বলেছিলেন এবং এটি শোনার সঙ্গে সঙ্গে তিনি যথাসাধ্য চেষ্টা করেছিলেন যাতে গাঁট কোনোভাবে খুলে না যায়। আর এই গাঁট বাঁধতে প্রয়োগ করছিলেন তাঁর সমস্ত শক্তি। অভিনেতাকে এটি এতটাই মজা নিয়ে করছিলেন যে, নববধূ আর বরও হাসি থামাতে পারছিলেন না।
ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত মাসেই ভারতে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা ও তার মেয়ে মালতি মেরি। সরাসরি হায়দরাবাদে গেলেও, প্রিয়াঙ্কা কাজ থেকে ছুটি নিয়ে মুম্বই চলে আসেন বিয়ের দিন দুই আগে। হলুদ, মেহেন্দি ও সঙ্গীত সবতেই যোগদান করেন। শুক্রবার সিদ্ধার্থের বিয়েতে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার তুতো বোন মান্নারা চোপড়া ও পরিণীতি চোপড়াও। এসেছিলেন চোপড়া পরিবারের নতুন জামাই রাঘব চাড্ডাও। ছিলেন বিদেশি জামাই নিক জোনাস।
প্রিয়াঙ্কার ভাই বউ দক্ষিণী ছবির পরিচিত মুখ। ২০২৪ সালের এপ্রিল মাসে নীলমের সঙ্গে রোকা হওয়ার পর অগস্ট মাসে আংটিবদল সেরেছিলেন সিদ্ধার্থ। আর বছর ঘুরতেই প্রেমের মাসে চার হাত এক হল দুজনের।
এর আগেও দু’বার বিয়ে ঠিক হয়েছিল প্রিয়াঙ্কার ভাইয়ের। কিন্তু দু’বারই সেই বিয়ে পরিণতির দিকে এগোয়নি। কণিকা মাথুরের সঙ্গে ২০১৪ সালে বিয়ে ঠিক হয় সিদ্ধার্থের। কিন্তু আচমকাই সম্পর্কে ইতি টানেন সিদ্ধার্থ। এরপর ঈশিতা কুমার নামে এক তরুণীর সঙ্গে তিন বছর ধরে সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ। ২০১৯ সালে বাগদানও সারেন দুজনে। ঠিক হয় বিয়ের তারিখও। কিন্তু সে-বারও বিয়ে থেকে সরে আসেন সিদ্ধার্থ।