সাতপাকে বাঁধা পড়লেন প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া। বোন পরিণীতির বিয়ে মিস করলেও ভাইয়ের বিয়েতে কিন্তু মেয়ে স্বামীকে নিয়ে হাজির হয়েছেন দেশি গার্ল। এদিন অভিনেত্রীর ভাইয়ের মালা বদল হতেই প্রকাশ্যে এল ভিডিয়ো।
প্রিয়াঙ্কার ভাইয়ের ভিডিয়ো
ভালোবাসার মাস, তথা সপ্তাহ শুরু হয়ে গেছে। আর সেই সপ্তাহের প্রথম দিনেই সাতপাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ চোপড়া এবং নীলম উপাধ্যায়। ৭ ফেব্রুয়ারি তাঁরা পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন। তাঁদের বিয়ে পর পরই এদিন প্রকাশ্যে এল বিয়ের ছবি এবং ভিডিয়ো।
এদিন তেমন একটি ভিডিয়োতে দেখা গেল সিদ্ধার্থ চোপড়া এবং নীলম উপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে আছেন মালা বদলের জন্য। স্টেজের সামনে দাঁড়িয়ে আমন্ত্রিতরা। সবার সামনে, সবাইকে সাক্ষী রেখে মালা বদল সারেন সিদ্ধার্থ এবং নীলম। তারপরই স্ত্রীর গালে চুমু খান প্রিয়াঙ্কার ভাই। তারপরই দুজন দুজনের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দেন। তাঁদের এই মিষ্টি ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, 'ডিল সিল করা হল।' হ্যাশট্যাগ ব্যবহার করে লেখা হয়েছে সিডনি।
প্রসঙ্গত তারা যখন এদিন মালা বদল সারেন তখন তাঁদের গায়ে ঝরে পড়ে ফুলের পাপড়ি। গোলাপের পাপড়ির বর্ষণ হয় যেন তাঁদের গায়ে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ এবং নীলম বেশ কিছু বছর ধরে প্রেম করছিলেন। তাঁদের একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়। তাও আবার কোন ডেটিং অ্যাপ যেখানে প্রিয়াঙ্কা চোপড়া বিনিয়োগ করেছেন। সেখান থেকেই সম্পর্ক গড়ায় প্রেমে।
আরও পড়ুন: ক্যানসার সহ একাধিক দুরারোগ্য রোগে আক্রান্ত হৃতিকের বোন! রাকেশ বললেন, 'ওই শিখিয়েছে কঠিন সময়ে হাসতে'
সিদ্ধার্থ এবং নীলম ২০২৪ সালের এপ্রিল মাসে রোকা অনুষ্ঠান সেরে রাখেন। এরপর সেই বছরই অগস্ট মাসে হয় তাঁদের হস্তাক্ষর অনুষ্ঠান। এদিন তাঁরা সাতপাকে বাঁধা পড়লেন। মেয়েকে নিয়ে ভাইয়ের বিয়ে উপলক্ষে কিছুদিন আগেই ভারতে চলে এসেছেন দেশি গার্ল। গতকাল এসে পৌঁছয় নিক জোনাস। এদিন তাঁদের দুজনকে ভাইয়ের বরযাত্রীতে চুটিয়ে নাচতে দেখা যায়। প্রসঙ্গত প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর ভাই সিদ্ধার্থের বউ নীলম উপাধ্যায়ের কিন্তু দারুণ সম্পর্ক। দুজনের বন্ডিং দারুণ।