প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া সম্প্রতি জানিয়েছেন বলিউডের কোন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তিনি কী ভাবেন। তিনি সলমন খান থেকে শুরু করে শাহরুখ খান, অক্ষয় কুমার সকলকে নিয়েই নিজের মতামত জানিয়েছেন।
আরও পড়ুন: 'অত্যন্ত দুর্ভাগ্যজনক! কষ্টকর', প্যালেস্তাইনের সমর্থনে পোস্ট করেও ডিলিট! নেটনাগরিকদের রোষের মুখে মাধুরী
বলিউডের কোন তারকাকে নিয়ে কী বললেন মধু চোপড়া?
ফিল্মিজ্ঞানকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধু চোপড়া কোন অভিনেতা এবং অভিনেত্রীকে নিয়ে কী ভাবেন সেটাই জানিয়েছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান বলিউডের সব থেকে সম্মানীয় ব্যক্তি হলেন অমিতাভ বচ্চন। আর সলমন খান হলেন আদর্শ পুরুষ। ভদ্র।
আরও পড়ুন: 'স্বামী' এবার আর 'ড্যান্স নম্বর' নয়, বরং রোম্যান্টিক সং! শ্রেয়ার গানে জমল রশ্মিকা - আল্লুর রসায়ন
তিনি এদিন একই সঙ্গে জানান রণবীর সিং হল ভীষণ মজার মানুষ। রণবীর কাপুরকে তিনি ঈশ্বরপ্রেমী বলে দেগে দেন। রণবীরের স্ত্রী আলিয়ার প্রসঙ্গে বলেন তাঁর নাকি মন ভালো করা ব্যক্তিত্ব আছে। তবে অক্ষয় কুমার এবং শাহরুখ খানকে তিনি পাক্কা ব্যবসায়ী বলে দেগে দেন।
আরও পড়ুন: শুভর কণ্ঠে রফির গানে মেতে উঠল সুপারস্টার সিঙ্গারের মঞ্চ, মুগ্ধ নেহা সহ মেন্টররা কী করলেন?
প্রিয়াঙ্কা এবং নিককে নিয়ে কী জানালেন মধু চোপড়া?
প্রসঙ্গত প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করেন। ২০২২ সালে তাঁদের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। বর্তমানে তাঁদের সুখী পরিবার। অভিনেত্রী থেকে থেকেই তাঁর সুখী জীবনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তবে প্রিয়াঙ্কা এবং নিকের বয়সের ফারাক ১০ বছরের। এতে তাঁদের কোনও অসুবিধা হয় না? এই বিষয়ে মধু চোপড়াকে প্রশ্ন করতেই তিনি জানান, বয়স কখনই তাঁদের সম্পর্কে বাঁধা হয়নি। তাঁরা একে অন্যকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। যে কোনও কটাক্ষ, নেতিবাচক মন্তব্য থেকে দূরে থাকে ওঁরা।